জঙ্গি হামলার পরিকল্পনা, সাব্বিরকে জামিন দেননি হাইকোর্ট
ঢাকা, ২৫ জুন – উড়োজাহাজ দিয়ে জঙ্গি হামলার পরিকল্পনার অভিযোগে গ্রেফতার বাংলাদেশ বিমানের বরখাস্ত ফার্স্ট অফিসার (কো-পাইলট) সাব্বির ইমামের জামিন হয়নি। আবেদন উত্থাপিত না হওয়ার কারণ দেখিয়ে তা খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বৃহস্পতিবার (২৪ জুন) হাইকোর্টের বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে এদিন জামিন আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী কামাল পারভেজ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।
২০১৭ সালের ৩০ অক্টোবর উড়োজাহাজ দিয়ে আঘাত হানার পরিকল্পনার অভিযোগে সাব্বির ইমামসহ চারজনকে গ্রেফতার করে র্যাব।
ওই বছরের ৪ সেপ্টেম্বর রাতে টাঙ্গাইলে ড্রোনসহ দুই সহোদরকে গ্রেফতারের সূত্র ধরে রাজধানীর দারুস সালামের বর্ধনবাড়ীর ২/৩-বি নম্বর ‘কমল প্রভা’ বাড়িতে জঙ্গি আস্তানা শনাক্ত করে র্যাব। সেখানে ৮ সেপ্টেম্বর পর্যন্ত চালানো অভিযানের সময় আত্মঘাতী বিস্ফোরণে জঙ্গি আব্দুল্লাহ, তার দুই স্ত্রী নাসরিন ও ফাতেমা, দুই ছেলে ওসামা ও ওমর এবং দুই কর্মচারী নিহত হন।
কমল প্রভা ভবনে অভিযান শুরুর পরপরই বাড়ির মালিক হাবিবুল্লাহ বাহার আজাদের পুরো পরিবার ‘জঙ্গি আদর্শ’ গ্রহণ করেছে বলে জানা যায়। আজাদের ছেলে সাব্বির বিমানের পাইলট। তিনি স্ত্রী-সন্তান নিয়ে পল্লবী এলাকায় থাকেন। ওই বছরের ৭ সেপ্টেম্বর সাব্বিরের বাবা হাবিবুল্লাহ বাহার আজাদকে গ্রেফতার করা হয়। পরে ২৬ অক্টোবর নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে বিল্লাল নামে এক জঙ্গিকে গ্রেফতারের পরই সাব্বিরের জঙ্গি-সংশ্লিষ্টতার প্রমাণ পেয়ে যায় র্যাব। এরপর তাকে গ্রেফতার করা হয়।
সূত্র: জাগো নিউজ
এম ইউ/২৫ জুন ২০২১