টলিউড

সন্তানসম্ভবা নুসরাতকে নিয়ে মুখ খুললেন রাজ চক্রবর্তী

কলকাতা, ২৫ জুন – কলকাতার নায়িকা ও সংসদ সদস্য নুসরাত জাহানকে নিয়ে আলোচনা সমালোচনা চলতেই থাকে। হাল সময়ে ডিভোর্স ও তার অন্তঃসত্ত্বা হওয়া নিয়ে বিতর্ক চলছে।

এবার নুসরাত প্রসঙ্গে কথা বললেন টালিউড পরিচালক ও তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী।

তিনি বলেন, ‘নুসরাত খুব বুদ্ধিমান মেয়ে। আমার তো ওকে ইন্ডাস্ট্রির সবচেয়ে বুদ্ধিমান বলেই মনে হতো। কিন্তু যখন ও ওই কথাগুলো বলেছে, প্রেজেন্স অব মাইন্ডে হয়তো ভুল হয়ে গেছে। আমার বিশ্বাস, কোনটা কোথায় বলা উচিত, সেটা ও খুব ভালো করে জানে। ও একজন সাংসদ, একটি দলের প্রতিনিধিত্ব করে। আমার বিশ্বাস ও ভবিষ্যতে নিজেকে সংশোধন করবে। যদিও এটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত বিষয়।’

নুসরাতের সন্তানের বাবা কে? এমন গুঞ্জনে যখন নেটদুনিয়া সরগরম। ঠিক সেই সময়ে নিজেই ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি পোস্ট করছেন নায়িকা।

এতে স্পষ্ট বোঝা যায় সমালোচনায় তিনি বিন্দুমাত্র বিচলিত নন।

এম এউ, ২৫ জুন

Back to top button