নোয়াখালী

নোয়াখালীতে ‘সর্বাত্মক লকডাউন’ বাড়লো আরও ৭ দিন

নোয়াখালী, ২৫ জুন – করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় নোয়াখালী পৌরসভা ও সদর উপজেলার ৬টি ইউনিয়নে চলমান লকডাউনের সময়সীমা চতুর্থ দফায় আবারও সাত দিন বাড়ানো হয়েছে।

নতুন করে চৌমুহনী পৌরসভা ও বেগমগঞ্জ উপজেলার মীর ওয়ারিশপুর ও একলাশপুর ইউনিয়নকে লকডাউনের আওতায় যুক্ত করা হয়। জেলা করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (২৪ জুন) রাতে এ তথ্য জানান জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

জেলা প্রশাসক জানান, ২ জুলাই রাত ১২টা পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে।

তিনি বলেন, সদর উপজেলা ও চৌমুহনী পৌরসভা এলাকায় সব ধরনের গণপরিবহন ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল বন্ধ থাকবে। এলাকাগুলোতে ফার্মেসি ছাড়া সকল দোকানপাট বন্ধ থাকবে। কাঁচাবাজার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে।

জেলা প্রশাসক বলেন, শর্তসাপেক্ষে খোলা থাকবে খাবার হোটেল। জরুরি সেবা বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, ইন্টারনেট, চিকিৎসা সেবাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর কাজে নিয়োজিত পরিবহন চালু থাকবে।

করোনা সংক্রমণ প্রতিরোধে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে লকডাউনের মেয়াদ বাড়ানোর জন্য সুপারিশ করেন জেলা করোনা প্রতিরোধ কমিটির সদস্য সচিব নোয়াখালীর সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।

উল্লেখ্য, এর আগে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় প্রথম দফায় ৫-১১জুন লকডাউন দেওয়া হয়। সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় ১২-১৮ জুন দ্বিতীয় দফা লকডাউন ঘোষণা করে জেলা প্রশাসন। কিন্তু সংক্রমণ বাড়তে থাকায় তৃতীয় দফায় ১৯-২৫ জুন আবারও লকডাউন দেয় প্রশাসন।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৫ জুন

Back to top button