কুমিল্লায় ২৪ ঘণ্টায় মৃত্যু ৪, শনাক্ত ১০৫
কুমিল্লা, ২৫ জুন – কুমিল্লায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়ে চলছে। গত ২৪ ঘণ্টায় আরও চার জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে দুইজন পুরুষ ও দুইজন নারী। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৪৬৩ জনে।
এছাড়া কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ল্যাবে ৪৭৭ জনের নমুনা পরীক্ষায় ১০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ শতাংশ।
বৃহস্পতিবার (২৪ জুন) রাতে জেলা সিভিল সার্জন ডা. মীর মোবারক হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন জানান, নতুন করে মারা যাওয়া চারজনের মধ্যে দু’জন নগরীর এবং দু’জন বুড়িচং উপজেলার বাসিন্দা। এদের মধ্যে কুমিল্লা নগরীর ১৭ বছর বয়সী এক তরুণী এবং ৭৫ বছর বয়সী এক পুরুষ রয়েছেন। আর বুড়িচংয়ের ৬০ বছর বয়সী এক পুরুষ ও ৭০ বছর বয়সী এক নারী রয়েছেন।
নতুন করে আক্রান্ত ১০৫ জনের মধ্যে ৬২ জনই কুমিল্লা নগরীর বাসিন্দা। এখন পর্যন্ত জেলায় ১৩ হাজার ৬২৩ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
অপরদিকে, করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬০ জন। এ নিয়ে কুমিল্লা জেলায় সর্বমোট সুস্থ হয়েছেন ১১ হাজার ৪৪৪ জন।
সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ২৫ জুন