ক্রিকেট

জাতীয় দলে ডাক পেয়ে ঝলক দেখালেন শামিম

ঢাকা, ২৫ জুন – ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) টি-টোয়েন্টিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে জয় পেয়েছে প্রাইম দলেশ্বর স্পোর্টিং ক্লাব। শামিম হোসেন পাটোয়ারির অপরাজিত অর্ধশতকে পাঁচ উইকেটের জয় পেয়েছে দলটি।

বৃহস্পতিবার (২৪ জুন) মিরপুর শের ই বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করে প্রাইম ব্যাংক।

৪১ বলে ৫৯ রান করেন রনি তালুকদার। ২৮ বল খেলে ২৭ রান তুলেন নাহিদুল ইসলাম। ১৯.৫ ওভারে ১২৬ রান করতেই গুটিয়ে যায় প্রাইম ব্যাংক।

দলেশ্বরের হয়ে শরিফুল ইসলাম তুলেন চার উইকেট। তিনটি উইকেট আদায় করেন কামরুল ইসলাম রাব্বি। একটি উইকেট তুলেন শরিফউল্লাহ।

ব্যাট হাতে নেমে ৫ বলে ১ রান করে বিদায় নেন ইমরান উজ্জামান। তৌকির খান ১০ বলে ৮, সাইফ হাসান ৩১ বলে ২৭ ও ১২ বলে ২০ রান করে মাঠ ছাড়েন ফজলে মাহমুদ।

দলীয় ৬৯ রানে চার উইকেট হারিয়ে বিপাকে পড়তে হয় প্রাইম দলেশ্বরকে। এমন সময় মাঠে নেমে হাল ধরেন শামিম হোসেন।

একদিন আগেই জিম্বাবুয়ে সফরের জন্য বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পেয়েছেন এই তরুণ। মার্শাল আইয়ুবকে নিয়ে ৩২ রানের জুটি গড়েন বাম-হাতি এই ব্যাটসম্যান।

দলীয় ১০১ রানে আইয়ুব ফিরে যান। বিদায়ের আগে ২২ বলে ১৩ রান করেন তিনি।

হাল ছাড়েননি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী শামিম। ৩০ বলে ৫২ রান তুলে শেষ পর্যন্ত ছিলেন ক্রিজে। চারটি চার ও তিনটি ছক্কায় দলকে তুলে দেন জয়।

অন্যদিকে ৩ বল খেলে ১ রান করে অপরাজিত ছিলেন ফরহাদ রেজা।

প্রাইম ব্যাংকের বোলারদের হয়ে দুটি উইকেট তুলেন রুবেল হোসেন। শরিফুল ইসলাম, রুবেল মিয়া ও অলক কাপালি একটি করে উইকেট তুলে নেন।

সূত্র : আরটিভি
এম এউ, ২৫ জুন

Back to top button