একসঙ্গে রিয়াজ ও সারিকা,নিয়ে আসছে ‘ভাই বড়ই প্রেমিক পুরুষ’
ঢাকা, ২৪জুন- আসছে ঈদকে ঘিরে নির্মিত হয়েছে বিশেষ নাটক ‘ভাই বড়ই প্রেমিক পুরুষ’। এতে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়ক রিয়াজ ও সারিকা সাবরিন। নাটকটি রচনার পাশাপাশি পরিচালনা করেছেন এস এ হক অলিক, যিনি এর আগে রিয়াজকে নিয়ে ‘হৃদয়ের কথা’ ও ‘আকাশছোঁয়া ভালোবাসার’ মতো সিনেমা বানিয়ে প্রশংসিত হয়েছেন।
ভালো গল্প ও চরিত্র পেলে উৎসবকেন্দ্রিক নাটকগুলোয় অভিনয় করে থাকেন রিয়াজ। গত রোজার ঈদে তাকে ছোট পর্দার আয়োজনে দেখা গেছে। সেই ধারাবাহিকতায় এবার কোরবানি ঈদকে সামনে রেখে এই নাটকে অভিনয় করছেন। এতে নাম ভূমিকায় অর্থাৎ প্রেমিক পুরুষ হিসেবে অভিনয় করছেন রিয়াজ।
পরিচালক এস এ হক অলিক জানান, নাটকটির গল্প এমন রিয়াজ যাদের সঙ্গে প্রেম করে তাদের সঙ্গে কোনো না কোনো কারণে একপর্যায়ে সম্পর্ক নষ্ট হয়ে যায়। আর তার কাছে ১৩ সংখ্যাটা আনলাকি। ১৩ বছর বয়সে সে একবার বুড়িগঙ্গা নদীতে ডুবে গিয়েছিল। ১৩তম প্রেমটা তার টেকে না। এভাবে একপর্যায়ে রিয়াজ চিন্তা করেন প্রথম যে প্রেমটা করেছিলেন সেটাই ঠিক ছিল। বাকিগুলো ভুল ছিল। সেই প্রেমের খোঁজ করেন তিনি।
‘ভাই বড়ই প্রেমিক পুরুষ’ নাটকটি আগামী ঈদুল আজহায় বেসরকারি টেলিভিশন বাংলাভিশনে প্রচার করা হবে।
এস সি/২৪ জুন