ক্রিকেট

আচরণবিধি ভঙ্গ করায় মাহমুদউল্লাহকে জরিমানা

ঢাকা, ২৪ জুন – ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদ জানানোয় ‘অসদাচরণের’ অভিযোগ এনে এবার জরিমানা করা হয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্সের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদকে। প্রাইম ব্যাংকের বিপক্ষে ম্যাচে আউটের আবেদনে সাড়া না দেয়ায় প্রতিবাদ জানান এই অভিজ্ঞ ক্রিকেটার। তারই শাস্তিস্বরূপ জরিমানা গুণতে হচ্ছে তাকে।

ঘটনাটি প্রাইম ব্যাংকের ব্যাটিং ইনিংসের ১৬তম ওভারের। ব্যাট করছেন অলোক কাপালি। বোলিংয়ে গাজী গ্রুপের বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। নাসুমের পঞ্চম বলটি আলতো টার্ণ করে চলে গেল উইকেট কিপার আকবার আলীর গ্লাভসে। অমনি গাজী গ্রুপ ক্রিকেটার্সের শিবিরে আউটের জোরালো আবেদন উঠল। অধিনায়ক মাহমুদউল্লাহ স্লিপ থেকে আবেদন করতে করতে এগিয়ে এলেন, একে একে আরিফুল হক, উইকেটরক্ষক আকবর আলী, জাকের আলী আবেদন করছেন হাঁটু গেড়ে বসে। বোলার নাসুমও সেই আবেদনে সামিল হলেন। কিন্তু আম্পায়ার মাহফুজুর রহমান লিটু নিজের সিদ্ধান্তে অটল থাকলেন, নাকোচ করে দিলেন কট বিহাইন্ডের আবেদন।

এরপর ক্ষেপে গিয়ে বেশ কয়েকবার মাঠের ঘাসে আঘাত করেন মাহমুদউল্লাহ রিয়াদ। এরপর পিচের পাশেই বেশ কিছুক্ষণ বসে থাকেন তিনি। আম্পায়ার তাকে উঠে ফিল্ডিংয়ে যেতে বললেও তিনি ওঠেন নি। এতে লেভেল-২ আচরণবিধি ভাঙার দাবি জানিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানিয়েছেন ম্যাচ রেফারি রকিবুল হাসান।

সূত্র : সমকাল
এন এইচ, ২৪ জুন

Back to top button