ময়মনসিংহ

৭ দিনের লকডাউনে ময়মনসিংহ

ময়মনসিংহ, ২৪ জুন – গত কয়েকদিনে আশঙ্কাজনক হারে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় কয়েকটি এলাকা লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে ময়মনসিংহ জেলা প্রশাসন।

নগরীর মাসকান্দা, চরপাড়া, গাঙ্গিনাপাড়সহ বেশ কয়েকটি এলাকা থাকবে লকডাউনের আওতায়। এসব এলাকায় চলাচলে কঠোর বিধিনিষেধ থাকবে। শুক্রবার সকাল থেকে কার্যকর হবে লকডাউন।

ময়মনসিংহের সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ পরিস্থিতি বিবেচনায় লকডাউনের সময়সীমা বাড়তে পারে বলেও জানিয়েছেন তিনি।

গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ১০ বছর বয়সী শিশুসহ নতুন আরও ৪ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় জেলায় করোনার সংক্রমণের হার এসে দাঁড়িয়েছে ১১ দশমিক ৬৮ শতাংশে।

বুধবার নতুন করে ৪৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৭জন করোনা রোগী শনাক্ত হয়েছেন।

সূত্র : সমকাল
এন এইচ, ২৪ জুন

Back to top button