কারাগারে আত্মহত্যা করলেন ম্যাক্যাফি অ্যান্টিভাইরাসের নির্মাতা
মাদ্রিদ, ২৪ জুন – মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যার্পণের সিদ্ধান্ত আসার কয়েক ঘণ্টার মধ্যেই কারা কক্ষে মিলল জন ম্যাকাফির মৃতদেহ। স্পেনের পুলিশ কর্তৃপক্ষ বলছে, অ্যান্টিভাইরাস গুরু নিজেই তার জীবনাবসান ঘটিয়েছেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
কারা চিকিৎসকরা সবরকম চেষ্টা করলেও সফল হননি বলে কাতালান বিচার বিভাগের সূত্র ধরে প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম।
বিবৃতিতে বিচার বিভাগ বলেছে, “সবকিছু ইঙ্গিত করে” ম্যাকএফি নিজেই তার জীবনের সমাপ্তি ঘটিয়েছেন।
নয় মাসের করাবাসে এই অ্যান্টিভাইরাস সফটওয়্যার অগ্রদূত হতাশায় আক্রান্ত হয়ে কারা কক্ষে গলায় ফাঁস দিয়ে জীবনের ইতি টানেন বলে তার আইনজীবী হাভিয়ের ভিলালবা’র বরাতে জানিয়েছে সংবাদমাধ্যম।
জীবনের বেশিরভাগ সময় বিতর্কিত থাকা জন ম্যাকাফি বিশ্বের প্রথম বাণিজ্যিক অ্যান্টি-ভাইরাস সফটওয়্যার উদ্ভাবন করেন। প্রতিবেদনে রয়টার্স তাকে “লার্জার দ্যান লাইফ সফটওয়্যার মুঘল” বলে আখ্যায়িত করেছে।
ম্যাকাফির হাত ধরেই বহু বিলিয়ন ডলারের অ্যান্টিভাইরাস সফটওয়্যার শিল্পের শুরু হয়। এক পর্যায়ে প্রযুক্তি জায়ান্ট ইনটেলের কাছে ৭৬০ কোটি ডলারেরও বেশি মূল্যে তিনি ‘ম্যাকাফি অ্যাসোসিয়েটস ইনকর্পোরেটেড’ বিক্রি করে দেন।
গত বছরের অক্টোবর মাসে তুরস্কগামী একটি ফ্লাইটে ওঠার সময় জন ম্যাকএফি স্পেনে গ্রেপ্তার হন। তার বিরুদ্ধে বিভিন্ন কনসালটেন্সি, বক্তৃতা থেকে আয়, ক্রিপ্টোকারেন্সি এবং নিজের জীবনকাহিনির স্বত্ত বিক্রি থেকে বহু কোটি ডলার আয় করা সত্ত্বেও চার বছরের ট্যাক্স রিটার্ন জমা না দেওয়ার অভিযোগ ছিল।
অভিযোগে মার্কিন বিচার বিভাগ বলছে, ম্যাকাফি বেনামে ব্যাংকে এবং ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ অ্যাকাউন্টে তার আয় জমা রাখার মাধ্যমে কর এড়িয়েছেন। পাশাপাশি, তার বিরুদ্ধে বেনামে একটি ইয়ট এবং স্থাবর সম্পত্তিসহ বিভিন্ন সম্পদ গোপন রাখার অভিযোগও ছিল।
গত মাসে আদালতে শুনানীর সময় ম্যাকাফি বলেন, তার যা বয়স, যদি দোষী প্রমাণিত হন তাহলে সম্ভবত বাকী জীবন তাকে মার্কিন কারাগারেই কাটাতে হবে।
“আমি আশা করি স্পেনের আদালত এই বিষয়টি আমলে নেবে যে, মার্কিন বিচার বিভাগ আমাকে জেলে পুরে একটি দৃষ্টান্ত তৈরি করতে চাইছে।” – আদালতে বলেন ম্যাকাফি।
শেষ পর্যন্ত স্পেনের শীর্ষ আদালত বুধবার সকালে তাকে মার্কিন যুক্তরাষ্ট্রে তার প্রত্যর্পণের অনুমোদন দেয়।
স্প্যানিশ সংবাদমাধ্যম বলছে, সাম্প্রতিক বছরগুলোতে ম্যাকএফি বারবার দাবি করেছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। তবে, আদালত বলেছে, রাজনৈতিক বা আদর্শগত কারণে তার বিরুদ্ধে মামলা করা হচ্ছে এমন কোনো নজির নেই।
ইংল্যান্ডের গ্লস্টারশায়ারে জন্ম নেওয়া এই প্রযুক্তি উদ্যোক্তা খ্যাতির আলোয় আসেন ৮০-এর দশকে যখন তিনি ম্যাকাফি ভাইরাসস্ক্যান তৈরি ও প্রকাশ করেন।
কম্পিউটার নিরাপত্তার পথিকৃৎ হলেও বিবিসি’র সঙ্গে সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছিলেন যে, তিনি নিজের কম্পিউটারে নিজের বা অন্য কারো তৈরি কোনো অ্যান্টিভাইরাস সফটওয়্যার কখনো ব্যবহার করেননি।
২০১৩ সালে তিনি বলেন, “আমি ক্রমাগত আমার আইপি (ইন্টারনেট প্রোটোকল) ঠিকানা বদলাই, কোনো ডিভাইস ব্যবহার করলে তার সঙ্গে আমার নাম যুক্ত করি না এবং ভাইরাস আক্রান্ত হওয়ার ভয় আছে এমন সাইটে না গিয়ে নিজেকে রক্ষা করি।”
“ধরা যাক, পর্ন সাইট, আমি এই সাইটগুলোতে কখনোই যাই না।”
তিনি ২০১৬ এবং ২০২০ সালে মার্কিন প্রেসিডেন্ট লিবারেটারিয়ান দলের প্রার্থী হওয়ার ব্যর্থ চেষ্টা করেন।
খ্যাপাটে চরিত্রের ম্যাকাফি ২০১৯ সালে টুইট করে বলেন, তিনি আট বছর ধরে ট্যাক্স রিটার্ন দাখিল করেননি কারণ, “কর অবৈধ”।
একই বছর তাকে ডোমিনিকান প্রজাতন্ত্রে অস্ত্র আনার অভিযোগে সংক্ষিপ্তসময়ের জন্য আটক করা হয়েছিল।
সূত্র : বিডিনিউজ
এন এইচ, ২৪ জুন