লালমনিরহাট

লালমনিরহাটে ৭ দিনের লকডাউন

লালমনিরহাট, ২৩ জুন – করোনা সংক্রমণ পরিস্থিতিতে লালমনিরহাটে এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।

শনিবার (২৬ জুন) থেকে এই লকডাউন কার্যকর হবে। আজ বুধবার (২৩ জুন) বিকেলে জেলা করোনা প্রতিরোধ কমিটির এক সভায় লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর এ ঘোষণা দেন।

সভায় জানানো হয় লকডাউন চলাকালে জরুরি প্রয়োজন ছাড়া সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে। খাবার ও ওষুধের দোকান ছাড়া দোকানপাট এবং শপিংমলও বন্ধ থাকবে বলে ।

লালমনিরহাট জেলা প্রশাসক আবু জাফর জানান, পৌর এলাকায় আক্রান্তের হার ৩৯ শতাংশ। এ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শনিবার ভোর থেকে সাত দিনের কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে।

সূত্র : আরটিভি
এম এউ, ২৩ জুন

Back to top button