টলিউড

করোনার ভ্যাকসিন নিয়ে গুরুতর অভিযোগ তুললেন মিমি

কলকাতা, ২৩ জুন- কলকাতার জনপ্রিয় অভিনেত্রী মিমি চক্রবর্তী করোনার ভ্যাকসিন নিয়ে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। নিজেকে আইএস অফিসার পরিচয় দিয়ে মিমির সঙ্গে প্রতারণা করেন এক যুবক। পরে এ ঘটনা পুলিশকেও জানান নায়িকা।

মঙ্গলবার পশ্চিমবঙ্গের নিউ মার্কেট এলাকার একটি ভ্যাকসিনেশন ক্যাম্প থেকে কোভিড ভ্যাকসিন নেন মিমি চক্রবর্তী। কিন্তু পরে তিনি জানতে পারেন কলকাতা পুরসভার অনুমতি ছাড়াই এই টিকাদান কেন্দ্রটি চলছিলো।

এ প্রসঙ্গে ভারতের বেশ কয়েকটি সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে মিমি জানান, ‘সম্পূর্ণ বিষয়টা প্রমোট করতে আমি পৌঁছেছিলাম, ওই ভ্যাকসিনেশন ক্যাম্পে। এমনকি নিজেও সেখান থেকে ভ্যাকসিন নিই। কিন্তু তারপর থেকেই ফোনে কোনো মেসেজ না আসায় আমার খটকা লাগে। সার্টিফিকেট চাইলে তারা জানায় বাড়িতে পৌঁছে যাবে কিন্তু আসেনি। পরে অফিসের লোক গিয়ে খোঁজ করায় বলে তিন চারদিন সময় লাগবে। এরপরই বুঝি নিশ্চয় বিষয়টার মধ্যে অন্য কোনও ব্যাপার আছে।’

এরপর মিমি ওই ক্যাম্প থেকে টিকা নেওয়া অন্যদের সঙ্গে যোগাযোগ করেন। জানতে পারেন তারাও একই পরিস্থিতির শিকার। এরপরই পুলিশের সঙ্গে যোগাযোগ করে টিকাকরণ প্রক্রিয়া থামিয়ে দেন মিমি।

জানা গেছে, ওই ভ্যাকসিন ক্যাম্পের আয়োজক দেবাঞ্জন দেব। যিনি নিজেকে আইএস অফিসার হিসেবে পরিচয় দেন।

মিমির অভিযোগ খতিয়ে দেখে দেবাঞ্জন দেব নামের ওই ব্যক্তিকে এরইমধ্যে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ।

এস সি/২৩ জুন

 

Back to top button