আইন-আদালত

রূপপুর বালিশকাণ্ড: ৬ মাসে তদন্ত শেষ করার নির্দেশ হাইকোর্টের

ঢাকা, ১৯ অক্টোবর- পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে নির্মাণাধীন ভবনের জন্য আসবাব ও প্রয়োজনীয় মালপত্র কেনাকাটায় দুর্নীতির চার মামলার তদন্তকাজ ছয় মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

পাশাপাশি এ সময় পর্যন্ত তিন মামলার আসামি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের পাবনা জোনের উপসহকারী প্রকৌশলী মো. শফিকুল ইসলামের জামিন প্রশ্নে জারি করা রুল মুলতবি করা হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী সাঈদ আহমেদ রাজা। অন্যদিকে, দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক ও সহকারী অ্যাটর্নি জেনারেল মাহজাবিন রাব্বানী দীপা।

আরও পড়ুন: করোনা মোকাবিলা করে দেশের অর্থনীতি সামনের দিকে এগিয়ে যাচ্ছে

গত ২০১৭-১৮ অর্থবছরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে বহুল আলোচিত এ দুর্নীতির ঘটনা ঘটে। পরে এ ঘটনায় জড়িত গণপূর্ত অধিদপ্তরের সাবেক নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাসুদুল আলমসহ ৯ জনকে আসামি করে দুদকের পাবনার উপপরিচালক নাসির উদ্দিন গত বছরের ১২ ডিসেম্বর মামলা করেন। পাশাপাশি প্রকল্পের ১৩ প্রকৌশলীর বিরুদ্ধে পৃথক চারটি মামলা করে দুদক।

রূপপুর প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের জন্য নির্মাণাধীন গ্রিন সিটি আবাসন প্রকল্পের ২০ ও ১৬ তলা ভবনের আসবাব ও প্রয়োজনীয় মালপত্র কেনা ও ভবনে তোলার কাজে এ দুর্নীতির ঘটনা ঘটে।

সূত্র : সমকাল
এম এন / ১৯ অক্টোবর

Back to top button