চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তল-গুলিসহ আটক ১
চাঁপাইনবাবগঞ্জ, ১৯ অক্টোবর- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি দরগাপাড়া এলাকা থেকে বিদেশি পিস্তল ও গুলিসহ রবিউল ইসলাম (৩৫) নামের একজনকে আটক করেছে র্যাব-৫।
সোমবার (১৯ অক্টোবর) রাত পৌনে ৭টার দিকে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা তাকে আটক করে।
আটক রবিউল ইসলাম গোমস্তাপুর উপজেলার রহনপুর পিড়াসন মহল্লার আবদুল রহমানের ছেলে।
আরও পড়ুন: রাজশাহী ডিবির পরিদর্শক খাইরুল বরখাস্ত
র্যাব জানায়, পিস্তল ও গুলি কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত পৌনে ৭টার দিকে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জের ক্যাম্পের একটি টহল দল উপজেলার কয়লাবাড়ি দরগাপাড়া এলাকার একটি আমবাগানে অভিযান চালিয়ে দুটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটারগান, তিনটি ম্যাগজিন ও আট রাউন্ড গুলিসহ রবিউলকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা করা দায়ের হয়েছে।
সূত্র : বার্তা২৪
এন এইচ, ১৯ অক্টোবর