দক্ষিণ এশিয়া

জামিনে মুক্তি পেলেন মরিয়ম নওয়াজের স্বামী

ইসলামাবাদ, ১৯ অক্টোবর- গ্রেফতারের কয়েক ঘণ্টার মধ্যেই ১ লাখ রুপি জামানতে জামিনে মুক্তি পেলেন মরিয়ম নওয়াজের স্বামী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সফদার। সোমবার (১৯ অক্টোবর) পাকিস্তানের বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট জামানতের মাধ্যমে তাকে জামিন দেন।

জামিনের বিষয়টি নিশ্চিত করে মরিয়ম জানান, দ্রুত করাচি ত্যাগ করছেন তারা। দুপুরের দিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা মরিয়ম নওয়াজের স্বামী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন সফদারকে গ্রেফতার করে দেশটির পুলিশ।

সোমবার (১৯ অক্টোবর) করাচির একটি হোটেল কক্ষের দরজা ভেঙে তাকে গ্রেফতার করা হয় বলে জানান মরিয়ম।

সংবাদ মাধ্যম ডনের খবরে বলা হয়, সম্প্রতি বিভিন্ন সমাবেশে ক্ষমতাসীন ইমরান খান সরকারের তীব্র সমালোচনা করেন মরিয়ম নওয়াজ। এর জেরেই মরিয়ম নওয়াজের স্বামীকে গ্রেফতার করা হয় বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন:  লাদাখ সীমান্তে চীনা সেনাকে আটক করল ভারত

এক টুইট বার্তায় মরিয়ম জানিয়েছেন, করাচির একটি হোটেলে তারা অবস্থান করছিলেন। সোমবার ভোরে হোটেল কক্ষের দরজা ভেঙে পুলিশ জোর করে তাদের কক্ষে প্রবেশ করে। এ সময় মরিয়ম ঘুমন্ত অবস্থায় ছিলেন। এরপর পুলিশ তার স্বামীকে গ্রেফতার করে নিয়ে যায়।

এর আগে রোববার (১৮ অক্টোবর) পাকিস্তানের বিরোধী দলগুলোর ইমরানবিরোধী বিক্ষোভে যোগ দেন মরিয়ম নওয়াজ। ওই বিক্ষোভে স্লোগান দেন ক্যাপ্টেন সফদার। পুলিশের অভিযোগ, ওই স্থানে বিক্ষোভ করে সমাধির পবিত্রতা নষ্ট করা হয়েছে। এ কারণে মরিয়ম, সফদারসহ ২০০ জনের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দেয় পুলিশ। এ ঘটনায় পুলিশ সফদারকে গ্রেফতার করেছিল।

সূত্র: নতুন সময়

আর/০৮:১৪/১৯ অক্টোবর

Back to top button