চট্টগ্রাম

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় শনাক্ত ১৩৬

চট্টগ্রাম, ২০ জুন – করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৬৫৭ জনে। একই সময়ে করোনা শনাক্ত হয়েছে ১৩৬ জনের। ফলে মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৫৫ হাজার ৯৮১ জনে।

রোববার (২০ জুন) চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গতকাল (শনিবার) চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে ৬৪২ জনের নমুনা পরীক্ষায় ১৩৬ জনের দেহে করোনার জীবাণু শনাক্ত হয়। এদের মধ্যে নগরের ৬৭ ও উপজেলার ৬৯ জন।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে ৬৬ জন, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ল্যাবে ১৬ জন ও শেভরন হাসপাতাল ল্যাবে আটজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

একই সময়ে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ল্যাবে ১০ জন, জেনারেল হাসপাতাল আরটিআরএল ল্যাবে ১০ জন, ইপিক হেলথ কেয়ার ল্যাবে ২২ জন, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ল্যাবে একজন এবং কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে চট্টগ্রামের তিনজনের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়।

সূত্র : জাগো নিউজ
এম এউ, ২০ জুন

Back to top button