জাতীয়

হঠাৎ ৫০০ কোটি টাকার কিট-পিপিই কেনার তোড়জোড়

ঢাকা, ২০ জুন – জরুরি ভিত্তিতে ৫০০ কোটি টাকার করোনা ভাইরাসের টেস্টিং কিট ও পিপিই (ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম) কিনতে চাচ্ছে স্বাস্থ্য মন্ত্রনালয়। ‘কোভিড-১৯ রেসপন্স ইমার্জেন্সি অ্যাসিসটেন্স’ প্রকল্পের আওতায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে আরো জানা গেছে, করোনা মোকাবিলায় দেশের সক্ষমতা বৃদ্ধিসহ সংক্রামক রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ, চিকিৎসা ব্যবস্থা উন্নতিকরণ এবং জরুরি প্রস্তুতি ব্যবস্থা শক্তিশালী করার লক্ষ্যে বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ঋণ সহায়তায় এই প্রকল্প গ্রহণ করে।

২০২০ সালের এপ্রিল থেকে ২০২৩ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়নের কথা রয়েছে। এর মোট প্রাক্কলিত ব্যয় ছিলো ১৩৬৪ কোটি ৫৬ লাখ টাকা। এডিবির অর্থায়ন ৮৪৯ কোটি ৯৬ লাখ ৮৭ কোটি টাকা এবং জিওবি (সরকারি) অর্থায়ন ৫১৪ কোটি ৫৯ লাখ টাকা।

স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (পরিকল্পনা অনুবিভাগ) মো. হেলাল উদ্দিন গণমাধ্যমকে বলেন, চলমান প্রকল্পের মাধ্যমে ৫০০ কোটি টাকা ব্যয় করে জরুরি ভিত্তিতে কিট-পিপিই কেনার প্রক্রিয়া চলছে।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ২০ জুন

Back to top button