নাটক

৫০০ পর্বে ‘মান অভিমান’

ঢাকা, ১৯ অক্টোবর- এক পা দুই পা করে দীপ্ত টিভির জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘মান অভিমান’ ৫০০ পর্বের মাইল ফলক স্পর্শ করেছে। ২১ অক্টোবর বুধবার, সন্ধ্যা ৭টায় এ নাটকটির ৫০০তম পর্ব দীপ্ত টিভিতে প্রচারিত হবে। এত পথ অতিক্রম করেও ধারাবাহিকটি দর্শকপ্রিয়তায় শীর্ষস্থানটি ধরে রেখেছে।

বিখ্যাত লেখক জেন অস্টেনের জনপ্রিয় উপন্যাস ‘প্রাইড এন্ড প্রেজুডিস’র অনুপ্রেরণায় ‘মান অভিমান’ নাটকটির চিত্রনাট্য করেছেন নাসিমুল হাসান এবং সংলাপ লিখেছেন সরোয়ার সৈকত।

আশিস রায়ের পরিচালনায় নাটকটিতে অভিনয় করেছেন রোজী সিদ্দিকী, তোফা হাসান, সমাপ্তি মাশুক, ইফফাত আরা তিথি, শিবলী নওমান, সানজিদা ইপসা, ইমিলা হকসহ আরও অনেকে।

‘মান অভিমান‘ নাটকের লাইন প্রোডিউসার জাহিদুল ইসলাম প্রত্যাশা করেন আগামী দিনে ধারাবাহিকটি আরো নতুন চমক নিয়ে দর্শকদের সামনে আসবে। ২০১৯ সালের ৫ জানুয়ারি নাটকটি দীপ্ত টিভিতে প্রথম প্রচার শুরু হয়। নাটকটি শুরু থেকেই নাটকপ্রেমীদের মাঝে তুমুল জনপ্রিয়তা অর্জন করে এবং এখনও পর্যন্ত জনপ্রিয়তা ধরে রেখেছে।

মান অভিমান নাটকটি মধ্যবিত্ত পরিবারের পাঁচটি মেয়েকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে। নাটকটির ৫০০তম পর্বে দেখা যাবে, বীথি আর ফরহাদ সিদ্ধান্ত নেয় যত বাধাই আসুক, কেউ কাউকে ছেড়ে যাবে না। কিন্তু বীথির মা সালমা কিছুতেই তার মেয়েকে ফরহাদের কাছে বিয়ে দেবেন না। তিনি বীথির ইচ্ছার বিরুদ্ধে এক কোটিপতি ছেলের সাথে তার বিয়ে ঠিক করেন। এর মাঝে ফরহাদের অসুস্থ মা ফারহানা লন্ডন থেকে দেশে ফিরে আসেন। তিনি চান বীথি নয়, ফরহাদের সাথে বিয়ে হোক জয়িতার। মৃত্যুর আগে তিনি ভাগনি জয়িতাকে ফরহাদের হাতে তুলে দিয়ে তার শেষ ইচ্ছাটা পূরণ করতে চান। ফরহাদ দোটানায় পরে যায়। একদিকে মৃত্যু পথযাত্রী মায়ের শেষ ইচ্ছা, অন্যদিকে বীথির ভালোবাসা কোনটা বেছে নেবে ফরহাদ?

আরও পড়ুন: মাঝ দরিয়ায় ভালোবাসার রঙ ছড়ালেন আনুশকা-কোহলি

মান অভিমান নাটকটি দীপ্ত টিভিতে প্রচারিত হচ্ছে শনি থেকে শুক্রবার প্রতিদিন সন্ধ্যা ৭টায়।

প্রসঙ্গত, ৫০০তম পর্ব উপলক্ষে আজ ১৯ অক্টোবর বিকেল ৩টা ৩০ মিনিটে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন দীপ্ত টিভির সিইও ফুয়াদ চৌধুরী, মান-অভিমান নাটকের পরিচালক আশিস রায়, মান-অভিমান নাটকের লাইন প্রোডিউসার জাহিদুল ইসলাম, নির্বাহী প্রযোজক আবু রেজওয়ান ইউরেকা, মার্কেটিং হেড মো. মোজাম্মেল হোসেন, নাটকের লেখক নাসিমুল হাসান, নাটকের অভিনয় শিল্পী সমাপ্তি মাশুক, ইফফাত আরা তিথি প্রমুখ।

আডি/ ১৯ অক্টোবর

Back to top button