ফুটবল

মেসির চমকে এগিয়ে আর্জেন্টিনা

কোপা আমেরিকা-২০২১ এর ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হয়েছে ম্যাচটি। ইতোমধ্যে প্রথমার্ধের খেলা শেষ হয়েছে। মেসির চমকে ১-০ গোলে এগিয়ে আছে আর্জেন্টিনা।

ম্যাচের ১২ মিনিটে গোল করেন গুইদো রদ্রিগেজ। এ সময় বামদিকে বক্সের বাইরে থেকে লিওনেল মেসি ক্রসে বল বাড়িয়ে দেন বক্সের মধ্যে। সেখানে রদ্রিগেজ বল পেয়ে হেড নেন দূরের পোস্টে। বল পোস্টে লেগে জালে আশ্রয় নেয়।

এই ম্যাচে চিলির বিপক্ষে ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন এনেছেন কোচ লিওনেল স্ক্যালোনি।

আগের ম্যাচে খেলা গঞ্জালো মন্তিয়েলের জায়গায় উরুগুয়ের বিপক্ষে খেলছেন নাহুয়েল মোলিনা। একাদশে ফিরেছেন চোটের কারণে চিলির বিপক্ষে খেলতে না পারা ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোও। তিনি খেলছেন মার্টিনেজ কোয়রটার জায়গায়।

এছাড়া ছিটকে গেছেন মিডফিল্ডার লেয়ান্দ্রো পারাদেস। এই পিএসজি তারকার জায়গায় উরুগুয়ের বিপক্ষে একাদশে রাখা হয়েছে গুইদো রদ্রিগেজকে। নিজেদের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে ড্র করেছিল আলবিসেলেস্তেরা।

প্রসঙ্গত, তৃতীয় ম্যাচে ২২ জুন মঙ্গলবার সকাল ৬টায় প্যারাগুয়ে ও ২৯ জুন মঙ্গলবার একই সময়ে বলিভিয়ার মুখোমুখি হবে মেসি-ডি মারিয়ারা।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৯ জুন

Back to top button