দক্ষিণ এশিয়া

ভারতে করোনা আক্রান্ত সাড়ে ৭৫ লক্ষ ছাড়াল

নয়াদিল্লি, ১৯ অক্টোবর- ভারতে করোনা সংক্রমণ অব্যহত। শেষ ২৪ ঘন্টায় আক্রান্ত হলেন আরও ৫৫ হাজার ৭২২ জন। এই সময়ের মধ্যে নতুন করে মৃত্যু হয়েছে ৫৭৯ জনের।

নতুন সংক্রমণ ও মৃত্যুর জেরে দেশে মোট করোনা আক্রান্তের পরিসংখ্যান দাঁড়িয়েছে ৭৫ লক্ষ ৫০ হাজার ২৭৩ জন। তবে আশার কথা হল এর মধ্যে সুস্থ হয়ে উঠেছে ৬৬ লক্ষ ৬৩ হাজার ৬০৮ জন। এই মুহূর্তে দেশে অ্যাক্টিভ করোনা কেস রয়েছে ৭ লক্ষ ৭২ হাজার ৫৫ টি। দেশজুড়ে করোনার জেরে মোট মৃত্যু হয়েছে ১ লক্ষ ১৪ হাজার ৬১০ জনের।

তবে এবার আশার কথা শোনানো হয়েছে। সব প্রোটোকল যদি সঠিকভাবে মেনে চলা হয়, তাহলে আগামী বছরেই নিয়ন্ত্রণে আসবে করোনা। এমনটাই মত কেন্দ্রীয় সরকার নিযুক্ত একটি প্যানেলের। তাদের মতে, ভারতে করোনার চরম সময় পেরিয়েছে।

আরও পড়ুন: ইমরান খানের পদত্যাগ দাবি, বিক্ষোভে উত্তাল পাকিস্তান

ওই প্যানেলের সদস্যদের মধ্যে রয়েছেন আইসিএমআর ও আইআইটি-র সদস্যরা। তাঁরা বলছেন, সঠিকভাবে সুরক্ষাবিধি মেনে চললে আগামী বছরের শুরুতেই ভাইরাস নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। সঠিকভাবে সব মেনে চললে ফেব্রুয়ারির শেষে অনেকটাই কমে আসবে আক্রান্তের সংখ্যা।

অন্যদিকে বিশ্বজুড়ে ভ্যাকসিন আবিষ্কারের চেষ্টাও এগোচ্ছে। সম্প্রতি রাশিয়ার তৈরি করোনার ভ্যাকসিন এদেশে পরীক্ষায় ছাড়পত্র দিয়েছে কেন্দ্র।

রাশিয়ার ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ড ও ভারতের ডক্টর রেড্ডি’জ ল্যাবরেটরিজ লিমিটেড রাশিয়ার তৈরি করোনার ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ চালাবে।

শুরুতে রাশিয়ার করোনা ভ্যাকসিন ‘স্পুটনিক’-এর এদেশে ব্যাপক হারে পরীক্ষায় ছাড় দিতে চায়নি সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন। তবে শনিবার রাশিয়াকে তাদের তৈরি ভ্যাকসিনের পরীক্ষার জন্য প্রয়োজনীয় অনুমোদন দিয়েছে ভারত সরকার।

সূত্র : কলকাতা২৪
এন এইচ, ১৯ অক্টোবর

Back to top button