বলিউড

রণবীরকে বিয়ে করতে চান সারা আলি খান!

মুম্বাই, ১৯ অক্টোবর- রণবীর কাপুরকে বিয়ে করতে চান। বাবা সাইফ আলি খানের সামনে প্রকাশ্যেই নিজের মনের ইচ্ছার কথা প্রকাশ করেন সারা আলি খান। যা শুনে বেশ অবাকই হয়ে যান সাইফ। যদিও মেয়ের মনের ইচ্ছা জানার পর সরাসরি কোনও মন্তব্য করতে শোনা যায়নি সাইফ আলি খানকে। প্রসঙ্গত কারিনা কাপুর খানের কাজিন হলেন রণবীর কাপুর।

আরও পড়ুন: মাঝ দরিয়ায় ভালোবাসার রঙ ছড়ালেন আনুশকা-কোহলি

২০১৮ সালে কফি উইথ করণ-এ হাজির হন সারা আলি খান। বাবা সাইফের সঙ্গেই করণের শো-তে হাজির হন সারা। সেখানে সারা কাকে বিয়ে করতে চান বলে জিজ্ঞাসা করেন করণ জোহর। যার উত্তরে রণবীর কাপুরের নাম নেন সাইফ-কন্যা। তিনি বলেন, রণবীর কাপুরকে বিয়ে করতে চান তিনি।

স্বামী রোহিত রেড্ডির সঙ্গে বিয়ের ৭ বছর পর এবার মা হচ্ছেন অনিতা। ফলে স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবরে বেজায় খুশি অভিনেত্রীর স্বামী। তাঁদের বিয়ের বয়স ৭ বছর হলেও, প্রায় ১০ বছর ধরে অনিতার সঙ্গে ভালোবাসার বাঁধনে জড়িয়ে রোহিত।

এন এইচ, ১৯ অক্টোবর

Back to top button