চট্টগ্রামে পরকীয়ার জেরে প্রবাসীকে পায়ের রগ কেটে হত্যা
চট্টগ্রাম, ১৯ অক্টোবর- চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা এলাকা থেকে গত শনিবার দুপুরে উদ্ধারকৃত অজ্ঞাত সেই লাশের পরিচয় মিলেছে। উদ্ধারকৃত লাশ প্রবাসী মো. নবী হোসেনের (২৮)। তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার পুরানচর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। পরকীয়ার জেরে এই প্রবাসীকে পরিকল্পিতভাবে দুই পায়ের রগ কেটে হত্যা করা হয় বলে জানিয়েছে পুলিশ।
পটিয়া থানার উপ-পরিদর্শক মো. আক্কাস মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার কুসুমপুরা ইউনিয়নের রাস্তার পাশে ঝোঁপঝাড় থেকে নবী হোসেনের লাশ উদ্ধার করা হয়। পরকীয়ার জেরে এই প্রবাসীকে খুন করা হয়েছে।
এ ঘটনায় নবী হোসেনের ভাই কবির হোসেন বাদী হয়ে পটিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন বলেও জানান পটিয়া থানার উপ-পরিদর্শক মো. আক্কাস মিয়া। মামলায় শিউলী বেগম (৩৮) নামে এক নারীসহ তার স্বামী আনোয়ার হোসেন (৪৬), ছেলে সাব্বির হোসেনসহ (২২) মোট পাঁচজনকে আসামি করা হয়।
আরও পড়ুন: চবিতে স্থগিত থাকা পরীক্ষা অনলাইনে নেওয়ার দাবি
পুলিশ সূত্রে জানা যায়, নবী হোসেন দীর্ঘদিন প্রবাসে থাকলেও করোনার শুরুতে দেশে ফিরে আসেন। সৌদি প্রবাসী মামাতো ভাই আনোয়ার হোসেনের স্ত্রী শিউলি বেগমের সঙ্গে তার দীর্ঘদিন প্রেমের সর্ম্পক ছিল। একপর্যায়ে তিন সন্তানের মা শিউলি বেগমকে নিয়ে নিজ এলাকা থেকে পালিয়ে ভাড়া বাসায় ওঠেন নবী হোসেন।
বিষয়টি জানার পর শিউলির স্বামী আনোয়ার হোসেন ক্ষুব্ধ হয়ে পরিকল্পিতভাবে তাকে খুন করেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। এর আগে গত শনিবার পটিয়া কুসুমপুরা এলাকায় উদ্ধার হওয়া ওই ব্যক্তির পকেট থেকে একটি এনআইডির সূত্রে চাঞ্চল্যকর এই খুনের বিষয়ে নিশ্চিত হয় পুলিশ।
সূত্র: আমাদের সময়
আর/০৮:১৪/১৯ অক্টোবর