জাতীয়
যুক্তরাষ্ট্র যাচ্ছেন ইসি মাহবুব তালুকদার
ঢাকা, ১৯ অক্টোবর- ব্যক্তিগত সফরে আগামী বছর ১৫ দিনের জন্য যুক্তরাষ্ট্র যাচ্ছেন নির্বাচন কমিশনার (ইসি) মাহবুব তালুকদার।
নির্বাচন কমিশনের (ইসি) জারি করা এ সংক্রান্ত একটি নথি থেকে এ তথ্য জানা গেছে।
আরও পড়ুন: পরিচ্ছন্নকর্মীর বাড়িতে আশ্রয় নিয়েও রেহাই পাননি রায়হান
নথিতে বলা হয়েছে, ব্যক্তিগত কারণে মাহবুব তালুকদার ১০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরবেন ২৫ জানুয়ারি। মাহবুব তালুকদারের সফরসঙ্গী হবেন তার মেয়ে আইরিন মাহবুব ও ইসি সচিবালয়ের তার ব্যক্তিগত সচিব মো. এনাম উদ্দিন। এ সফরের সব খরচই মাহবুব তালুকদারকে ব্যক্তিগতভাবে বহন করতে হবে।
এর আগে চলতি বছরের আগস্টে যুক্তরাষ্ট্রে ১৬ দিনের সফর করেন তিনি।
সূত্র: বাংলানিউজ
আর/০৮:১৪/১৯ অক্টোবর