আইন-আদালত

আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা আজহার

ঢাকা, ১৯ অক্টোবর- রাজধানী রমনা থানার নাশকতার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র আমলে নিয়েছেন আদালত।

সোমবার (১৯ অক্টোবর) ঢাকার মহানগর দায়রা জজ আদালতের বিচারক কেএম ইমরুল কায়েশ অভিযোগপত্র গ্রহণ করে মামলায় পলাতক ১৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এদিন আজহারকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তবে এই মামলায় আজহারসহ ১৩৬ জনই জামিনে আছেন। জামিনে থাকা অন্য আসামিরাও এদিন আদালতে হাজির ছিলেন।

আরও পড়ুন:  জীবনরক্ষাকারী ওষুধের সরবরাহ সহজলভ্য করার নির্দেশ

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল এ প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১১ সালের ১৯ সেপ্টেম্বর নাশকতামূলক কর্মকাণ্ডের অভিযোগে জামায়াত নেতা আজহারুল ইসলামসহ আরও অনেকের বিরুদ্ধে রমনা থানায় মামলাটি দায়ের করেন সংশ্লিষ্ট পুলিশ। এরপর তদন্ত শেষে মামলার তদন্তকারী কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করেন।

সূত্র: বাংলানিউজ

আর/০৮:১৪/১৯ অক্টোবর

Back to top button