সংগীত

বাবার পাশে থাকতে না পেরে মন খারাপ আইরার

ঢাকা, ১৯ অক্টোবর- জনপ্রিয় অভিনেতা ও কন্ঠশিল্পী তাহসান খান। ১৮ অক্টোবর তার জন্মদিন। বিশেষ এই দিনটিতে অনেকেই ফোন করে, এসএমএস করে শুভেচ্ছা জানিয়েছেন। কিন্তু তার একমাত্র মেয়ে আইরা পাশে নেই। আইরা তার মা মিথিলার সঙ্গে কলকাতা রয়েছে। জন্মদিনে বাবার পাশে না থাকতে পেরে মন খারাপ আইরার। এমনটাই জানান তাহসান।

আরও পড়ুন: ৭৩ শিল্পী নিয়ে এক গান

সদ্য করোনামুক্ত হয়েছেন তাহসান। এ কারণে বাসায় সময় কাটছে তার। জন্মদিনটাও কাটছে ঘরোয়াভাবে। মেয়ে আইরাকে নিয়ে স্মৃতিচারণ করে তাহসান বলেন, ‘চার বছর আগে আমার জন্মদিনে আইরা আমার জন্য একটি কেক বানিয়েছিল। কেকটা আমরা খেতে পারিনি। পরে আরেকটি কেক বানিয়ে আমরা কেটেছিলাম। সেটা ছিল এক অন্যরকম উপহার। আমি খুব খুশি হয়েছিলাম, ইমোশনাল হয়ে গিয়েছিলাম। এবার তাকে বলেছি, মন খারাপ না করতে। তার জন্য অপেক্ষা করছি, আবার যখন দেখা হবে, সেদিন আমরা বড় পরিসরে জন্মদিন পালন করব।’

সম্প্রতি ওয়েবভিত্তিক একটি প্রযোজনার শুটিংয়ে অংশ নিয়েছিলেন তাহসান ও তানজিন তিশা। শুটিংয়ের মাঝেই তাহসান, তিশা ও পরিচালক রাজ করোনায় আক্রান্ত হন। জন্মদিনের ঠিক আগের দিন করোনাভাইরাস থেকে মুক্ত হন তাহসান।

এন এইচ, ১৯ অক্টোবর

Back to top button