ক্রিকেট

সাকিবের শাস্তি মওকুফের আবেদন

ঢাকা, ১৩ জুন – লাথি দিয়ে স্টাম্প ভাঙা এবং স্টাম্প তুলে মাটিতে আছড়ে ফেলার ঘটনায় ক্ষমা চেয়েছিলেন সাকিব আল হাসান। ঢাকা প্রিমিয়ার লীগে ঘটানো এই ঘটনায় শাস্তি এড়াতে পারেননি ওয়ানডের এক নম্বর অলরাউন্ডার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও পাঁচ লাখ টাকা জরিমানা করেছে সাকিবকে। তবে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটারের শাস্তি মওকুফের জন্য আবেদন করেছে মোহামেডান। সাকিবের শাস্তি মওকুফের চিঠি সিসিডিএম ও বিসিবি বরাবর পাঠিয়েছে সাদা-কালোরা।

এ বিষয়ে মোহামেডান ক্রিকেট কমিটির চেয়ারম্যান মাসুদুজ্জামান বলেন, ‘সাকিবের যে শাস্তি হয়েছে তা মওকুফের জন্য এরই মধ্যে আমরা আবেদন করেছি। আবেদন পত্রটি সিসিডএম বরাবর পাঠানো হয়েছে। সেখানে আমরা সিসিডিএমকে অনুরোধ করেছি তারা যেন সাকিবের শাস্তি মওকুফ করে। যদি তা না হয় সেক্ষেত্রে এটি যেন পিছিয়ে কার্যকর করে।’

শাস্তি মওকুফের সেই চিঠিতে সাকিব আল হাসান আবাহনীর বিপক্ষে সেই ঘটনার জন্য লজ্জিত ও দুঃখিত বলে উল্লেখ করেছে মোহামেডান।

অর্থদন্ড বহাল রেখে তাদের অধিনায়কের তিন ম্যাচের নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ মোহামেডানের।

সূত্র : মানবজমিন
এন এইচ, ১৩ জুন

Back to top button