দক্ষিণ আমেরিকা

করোনা বিধি না মেনে মিছিল করায় ব্রাজিলের প্রেসিডেন্টের জরিমানা

ব্রাসিলিয়া, ১৩ জুন – সারাবিশ্বে করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্তের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল। সে দেশে করোনা বিধি না মেনে মোটরসাইকেল নিয়ে মিছিল বের করেছেন প্রেসিডেন্ট জাইর বলসোনারো।

এজন্য প্রেসিডেন্ট, তার ছেলে ও একজন মন্ত্রীকে জারিমানা করা হয়েছে। জানা গেছে, গতকাল শনিবার সাও পাওলো শহরে সরকারি নির্দেশ না মেনে বড় পরিসরে মোটরসাইকেল র‍্যালি বের করেন বলসোনারো।

সেই মিছিলে হাজার হাজার মানুষ অংশ নেয়। সেখানে সামাজিক দূরত্ব মেনে চলা হয়নি। কেউ মাস্ক পরেও ছিল না। এ ধরনের আচারণকে দায়িত্বহীন বলে উল্লেখ করেছেন সাও পাওলোর গভর্নর।

জোওয়াও ডোরিয়া মনে করেন, তার দেশের প্রেসিডেন্টের উপযুক্ত শাস্তি হওয়া উচিত। সেখানকার গভর্নর ব্রাজিলের রাজনীতিতে প্রধান বিরোধী হিসেবে বেশ জনপ্রিয়।

জানা গেছে, প্রেসিডেন্ট ও তার ছেলেসহ দেশটির অবকাঠামো মন্ত্রী টারকিসিও গোমসকে ১০৮ ডলার জরিমানা করা হয়েছে। ওই মিছিলে অন্তত ১২ হাজার মোটরসাইকেল অংশ নেয়।

সূত্র : কালের কণ্ঠ
এন এইচ, ১৩ জুন

Back to top button