ক্রিকেট

পাকিস্তানি তরুণ পেসারের বাউন্সারে হাসপাতালে আন্দ্রে রাসেল

দুবাই, ১৩ জুন – পাকিস্তানি পেসার মোহাম্মদ মুসা খানের বাউন্সারে হাসপাতালে যেতে হলো ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার আন্দ্রে রাসেলকে।

শুক্রবার পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ইসলামাবাদ ইউনাইটেডের মুখোমুখি হয়েছিলো রাসেলের দল কোয়েটা গ্ল্যাডিয়েটরস। প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৪তম ওভারে বল করতে এসেছিলেন পাকিস্তানের তরুণ বোলার মুসা খান। তাকে পরপর ২টি ছক্কা মারার পরের বলটাই সজোরে এসে লাগে রাসেলের হেলমেটে। তবে প্রাথমিক চিকিৎসার পর আবার ব্যাট করতে শুরু করেন রাসেল। কিন্তু তার পরের বলেই আউট হয়ে যান তিনি।

চোট লাগার পর প্রথম দিকে কোনো সমস্যা হয়নি। প্রাথমিক চিকিৎসার পর ব্যাট করতে শুরু করলে, সকলেই নিশ্চিন্ত হয়েছিলেন। কিন্তু পরে চোটের জায়গায় সমস্যা শুরু হয়। পরে রাসেলকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অ্যাম্বুলেন্সে তোলার সময়েও তাকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়েছে। স্ট্রেচারেও মাথায় হাত দিয়ে যে ভাবে শুয়ে ছিলেন রাসেল।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৩ জুন

Back to top button