ইসলাম

বাংলাদেশ থেকে এ বছরও হজে যেতে পারবেন না কেউ

ঢাকা, ১২ জুন – করোনাভাইরাসের কারণে এবারও বাংলাদেশসহ অন্য কোনো দেশের কেউই হজে যেতে পারবেন না। শুধুমাত্র সৌদির নাগরিক ও সেখানে বসবাসরত ৬০ হাজার মানুষকে এবারের হজ করার অনুমতি দেয়া হয়েছে।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বলা হয়েছে, সৌদির বাইরে থেকে কোনো দেশের মানুষ এবার হজে অংশে নিতে পারবেন না। তবে সৌদিতে অবস্থানরত ৬০ হাজার মুসলিম হজে অংশ নেয়ার সুযোগ পাবেন।

করোনার সংক্রমণ রোধে গত বছর অভ্যন্তরীণভাবে সীমিত পরিসরে হজ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ থেকে গত বছর এক লাখ ৩৭ হাজার হজযাত্রী যাওয়ার কথা থাকলেও কেউ যেতে পারেননি।

হিজরি সালের জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাপী ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় মিলনমেলা করোনাভাইরাসের কারণে গতবার বন্ধ ছিল। করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাবে এবারও বন্ধ থাকার আশঙ্কা করা হচ্ছিল। শেষ পর্যন্ত এবারও সৌদি আরবে থাকা মুসলমানদের ছাড়া বাহিরের কোনো দেশের মানুষকে হজ পালনের অনুমতি দেয়নি সৌদি সরকার।

এন এইচ, ১২ জুন

Back to top button