মুন্সিগঞ্জ

মুন্সীগঞ্জে ওষুধবাহী কাভার্ডভ্যান সেতুর রেলিং ভেঙে পড়ে গেল

মুন্সীগঞ্জ ,০৯ জুন- মুন্সীগঞ্জ সদর উপজেলায় ওষুধবাহী একটি কাভার্ডভ্যান সেতুর রেলিং ভেঙে নিচে পড়ে গুরুতর আহত হয়েছেন চারজন। আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতেরা হলেন ওষুধ কোম্পানির সুপারভাইজার বেলাল হোসেন(৩২), গাড়ির চালক রাসেল মুন্সি (৩০), চালকের সহকারী বাচ্চু (৩২) এবং পথচারী মামুন (৩২)।

মুন্সীগঞ্জ সদর ট্রাফিক পুলিশ ইন্সপেক্টর (প্রশাসন) মো. বজলুর রহমান জানান, যাত্রীবাহী একটি অটোরিকশা মুন্সীগঞ্জ থেকে নারায়ণগঞ্জে যাচ্ছিল। পথে মুক্তারপুর সেতুতে অবস্থানকালে ওভারটেক করতে গিয়ে উলটা পথে গিয়ে মুন্সীগঞ্জগামী ওষুধবাহী কাভার্ডভ্যানের সামনে এসে পড়ে।

কাভার্ডভ্যানটি দুর্ঘটনা এড়াতে গিয়ে বাঁ পাশের রেলিং ভেঙে নিচে পড়ে সেতুতে ওঠার সিঁড়ি এবং একটি হিমাগার ভবনের মধ্যবর্তী স্থানে আটকে যায়।

এ ঘটনায় ওষুধ কোম্পানির সুপারভাইজার, চালক, চালকের সহকারী এবং একজন পথচারী আহত হন। আহতদের ঢামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

তথ্যসূত্র: এনটিভি
এস সি/০৯ জুন

Back to top button