মুন্সিগঞ্জ

আ.লীগ নেতা গ্রেপ্তার, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

মুন্সীগঞ্জ, ১৮ অক্টোবর- মুন্সীগঞ্জ গজারিয়া উপজেলায় র‌্যাব-৪ এর অভিযানে অস্ত্র ও মাদকসসহ বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল আমিন প্রধান তার সহোদর আন্তঃজেলা ট্রাকচালক ইউনিয়নের গজারিয়া শাখার সভাপতি রিটু প্রধান এবং ব্যবসায়ী সহযোগী আলমগীর হোসেনকে আটক করা হয়েছে।

রবিবার বিকালে উপজেলার তেতৈতলা পুরাতন ফেরিঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

র‌্যাবের জানিয়েছে, তাদের কাছ থেকে ইয়াবা এবং অস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানায়নি তারা।

আরও পড়ুন:  মুন্সীগঞ্জে পদ্মা নদীতে অভিযান, ইলিশ-জালসহ ২০ জেলে আটক

আটক আল আমিন প্রধান ও রিটু উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা গ্রামের মৃত গিয়াসসউদ্দিন প্রধানের ছেলে ও আলমগীর হোসেন একই গ্রামের আশেক আলীর ছেলে বলে জানা গেছে।

এদিকে আটকের খবরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে প্রায় আ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছে করেছে তাদের সমর্থকরা। অবরোধের কারণে দীর্ঘক্ষণ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এসময় মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়। পরে গজারিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে এসে দীর্ঘক্ষণ চেষ্টার পর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের মহাসড়ক থেকে নামিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়।

র‌্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার আক্তারুজ্জামান আটকের খবর নিশ্চিত করেন। তিনি বলেন, তাদের কাছ থেকে অস্ত্র ও ইয়াবা জব্দ করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

তাদের বিরুদ্ধে ১৮ থেকে ২০টি করে মামলা আছে বলেও জানান তিনি।

সূত্র: ঢাকাটাইমস

আর/০৮:১৪/১৮ অক্টোবর

Back to top button