লতার অনুমতি চান হেমা মালিনী
মুম্বাই, ১৮ অক্টোবর- দুর্গা পূজা উপলক্ষ্যে দুটি গানে কণ্ঠ দিয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী হেমা মালিনী।
এ প্রসঙ্গে ৭২ বছর বয়সী এই তারকা বলেন, “আমি আগে গান করেছি। কিন্তু এবার একদম তৃপ্তি নিয়ে কাজটি করেছি। গানটির সুর করেছেন অঞ্জলি দয়াল। আমি কী গানটি ভালোভাবে করতে পেরেছি? যখন নিজের কাছে এই প্রশ্নটি করি তখন মনে হয় হয়তো। তবে আমি তখনই সন্তুষ্ট বোধ করবো যখন লতা মঙ্গেশকরজি গান দুটি শুনবেন এবং অনুমতি দেবেন।”
এরইমধ্যে গান দুটি লতা মঙ্গেশকরের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়েছেন হেমা মালিনী। এখনও শুধু অপেক্ষা বলিউডের প্রখ্যাত এই সংগীতশিল্পীর অনুমতির।
হেমা মালিনীর গান গাওয়ার শুরুটা হয় ১৯৪৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাত কি সাফাই’ ছবির মধ্য দিয়ে। ছবিটির ‘পিনে ওয়ালো কো পিনে কা বাহানা’ গানটিতে কণ্ঠ দিয়েছিলেন তিনি। তার সঙ্গে আরও কণ্ঠ দিয়েছিলেন কিশোর কুমার।
আডি/ ১৮অক্টোবর