বিজ্ঞান ও প্রযুক্তি

ফেইসবুকের ‘বাড়তি সুবিধা হারাচ্ছেন’ রাজনীতিবিদেরা

ফেইসবুকে কনটেন্ট প্রকাশের ক্ষেত্রে রাজনীতিবিদেরা সাধারণ মানুষের তুলনায় যে বাড়তি সুবিধা পেতেন তা পরিবর্তন করবে কোম্পানিটি।

ফেইসবুকের দুই কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট জানিয়েছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞার পর অন্য রাজনীতিবিদদের ক্ষেত্রে একই নিয়ম করার চাপ আসে কোম্পানিটির ওপর।

প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার যেকোনো সময় এ বিষয়ে ঘোষণা আসতে পারে।

ফেইসবুকের বর্তমান নীতিমালা অনুযায়ী সহিংসতা ছড়ায় এমন যেকোনো কনটেন্ট দ্রুত রিভিউ করা হয়। সংবাদমাধ্যম পেজের ক্ষেত্রে আরও কঠিন হয়েছে শর্ত। রক্ত, লাশের ছবি ব্লার করে দিলেও ফেইসবুক নোটিফিকেশন পাঠাচ্ছে। কোনো ক্ষেত্রে পেজ বন্ধ করে দিচ্ছে।

কিন্তু রাজনীতিবিদদের ক্ষেত্রে এত কড়াকড়ি নেই। তাদের পোস্টগুলো সরাসরি ফ্যাক্ট-চেকারদের কাছে পাঠানো হয় না।

সম্প্রতি ট্রাম্পের অ্যাকাউন্ট স্থগিত করার বিষয়ে ফেইসবুকের সিদ্ধান্ত যাচাই-বাছাই করে প্রতিষ্ঠানটির ‘সুপ্রিম কোর্ট’ বলে পরিচিত স্বাধীন তদারকি বোর্ড। বোর্ড তাদের সিদ্ধান্তে জানায়, ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধের বিষয়টি ঠিক ছিল। কিন্তু অনির্দিষ্টকালের জন্য বন্ধ করা উচিত হয়নি।

সেদিনের ওই রায়ে তদারকি বোর্ড থেকে বেশ কিছু সুপারিশও করা হয়।

সুপারিশে বলা হয়, একই ধরনের নিয়ম সব ব্যবহারকারীর জন্য প্রযোজ্য হওয়া উচিত।

এন এইচ, ০৪ জুন

Back to top button