ফের বোলিং করার অনুমতি পেলেন নারাইন
আবুধাবি, ১৮ অক্টোবর- চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে বল করার জন্য ছাড়পত্র পেলেন কলকাতা নাইট রাইডার্সের স্পিনার সুনীল নারাইন। এই ক্যারিবীয় স্পিনারকে আইপিএলের বোলিং অ্যাকশন কমিটি থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। ফলে বোলিং করতে কোনো বাধা নেই তার। আজ রবিবার এক বিবৃতিতে এমনটি নিশ্চিত করেছে আইপিএল কর্তৃপক্ষ।
এবারের আইপিএলের ২৪তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে নারাইনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ জানিয়ে রিপোর্ট করেন দুই অন-ফিল্ড আম্পায়ার উলহাস গান্ধী ও ক্রিস গ্যাফানে। পরে নারাইনকে সর্তক করা হয়। তবে তার খেলা নিয়ে কোনো নিষেধাজ্ঞা ছিল না। কিন্তু নারাইনের উপর কড়া নজর রাখার সর্তক বার্তা দেয়া হয়েছিল। পুনরায় রিপোর্ট হলে নারাইনের এই টুর্নামেন্টে নিষিদ্ধ হওয়ার ঝুঁকি ছিল।
আরও পড়ুন: বিরাট কোহলির কাছে ক্রিকেট শিখতে চান পেপ গার্দিওয়ালা
রহস্য স্পিনারকে নিয়ে এই ঝুঁকি আর নিতে চায়নি নাইট রাইডার্স কর্তৃপক্ষ। যে কারণে সর্বশেষ ম্যাচে তারা নারাইনকে মাঠে নামায়নি। ২০১৫ সালের নভেম্বরে পাল্লেকেলেতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় ওয়ানডেতে নারাইনের বিপক্ষে সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে রিপোর্ট করা হয়েছিল। আর ২০১৮ সালের পাকিস্তান সুপার লিগেও নারাইনের সন্দেহজনক বোলিং অ্যাকশন নিয়ে অভিযোগ উঠেছিল।
সূত্র : কালের কণ্ঠ
এন এইচ, ১৮ অক্টোবর