ঢালিউড

এবার গুগলে ‘বাংলাদেশ ফিল্ম সুপারস্টার’ হিরো আলম

ঢাকা, ১৮ অক্টোবর- বিশ্বব্যাপী সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। গুগলে যাদের সবচেয়ে বেশি খোঁজা হয় তাদেরই ফিল্টার করে গুগল সবসময় এগিয়ে রাখে। এই ধরনের প্রতিষ্ঠান প্রায়ই বলে থাকে, তারা ব্যবহারকারীদের আগ্রহকে গুরুত্ব দিয়ে ব্যবসা করে।

এবার গুগলে ‘বাংলাদেশ ফিল্ম সুপারস্টার’ লিখে সার্চ করতে গেলে হিরো আলমকে নিয়ে তৈরি করা দুটি কনটেন্ট প্রথম দেখায়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত গুগলে Bangladesh Film Superstar লিখে সার্চ করলে সবার উপরে হিরো আলমকে দেখাচ্ছে। যদি ইমেজ ও ভিডিওতে কাস্টমাইজ করা হয় সেখানেও হিরো আলম শীর্ষে। অবাক করার বিষয় হলো এই দুটির একটিও হিরো আলমের পেজ কিংবা ইউটিউব চ্যানেল থেকে পোস্ট করা হয়নি।

আরও পড়ুন: ‘তুমি আছো তুমি নেই’ সিনেমাতে চুক্তিবদ্ধ হলেন বাপ্পী ও দিঘী

ভিডিও অপশনে হিরো আলমকে নিয়ে তৈরি করা কনটেন্ট সবার আগে দেখা যাচ্ছে। আর বাঁ’দিকে দেখাচ্ছে শাকিব খানের উইকিপিডিয়ার পেজ। হিরো আলম সম্প্রতি তার ছবি মুক্তি দিয়েছেন। গুগলের তথ্য বলছে, ছবিটি প্রকাশের পর গত সাতদিনে অন্তর্জালে তার আধিপত্য বেড়েছে।

এন এইচ, ১৮ অক্টোবর

Back to top button