বিরাট কোহলির কাছে ক্রিকেট শিখতে চান পেপ গার্দিওয়ালা
নয়াদিল্লি, ১৮ অক্টোবর- বিরাট কোহলি ও পেপ গার্দিওয়ালা, দুজন দুই মেরুর তারকা। একজন ক্রিকেটের অন্যতম সেরা তারকা, অন্যজন ফুটবলের সেরা কোচদের একজন। সম্প্রতি লাইভ আড্ডায় যোগ দিয়েছিলেন দুজন। সে সুযোগটা করে দিয়েছে পুমা ইন্ডিয়া। আর সে অনুষ্ঠানে গার্দিওয়ালা ভারতীয় অধিনায়কের কাছে ক্রিকেট শিখার আগ্রহ দেখিয়েছেন।
সেই লাইভ আড্ডায় ক্রিকেট-ফুটবল নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে। ভারত ভ্রমণের আগ্রহ দেখিয়েছেন গার্দিওয়াল। ভারতে গেলে কোহলির কাছ থেকে ক্রিকেট শেখবেন বলেও জানিয়েছন তিনি।
এ ব্যাপারে গার্দিওয়ালা বলেন, ‘আমি কখনো ভারতে যাইনি। মহামারি শেষ হলে হয়তো যাব। যদি আমরা একসঙ্গে হতে পারি, কোহলি আমাকে ক্রিকেটের নিয়ম শেখাবে। এটা খুবই কঠিন জটিল ও কঠিন খেলা। এটা (ক্রিকেট) অবশ্যই আকর্ষণীয় খেলা। কিন্তু আগে এটা বুঝতে হবে।’
আরও পড়ুন: নতুন বছরে রঞ্জি ট্রফি দিয়ে ভারতে ফিরছে ক্রিকেট
২০১৬ সালে ম্যান সিটির কোচ হন গার্দিওয়াল। এরপর ক্রিকেটকে খুব কাছ থেকে দেখার সুযোগ পান তিনি। তবে ক্রিকেট বুঝতে গিয়ে অনেক সমস্যায় পড়তে হয়েছে গার্দিওয়ালাকে। আর তিন দিন খেলার পরও কেন ক্রিকেট ম্যাচের ফল আসে না, তাতেও বিস্ময় প্রকাশ করেন তিনি, ‘কাতালোনিয়ায় বড় হয়েছি, সেখানে ক্রিকেট খেলা ছিল না। কিন্তু ইংল্যান্ডে এটি খুবই গুরুত্বপূর্ণ খেলা। প্রায় টিভিতে দেখি, কিছু বন্ধুও খেলে। আমি বুঝি না টানা তিন দিন খেলেও কীভাবে একটি ম্যাচ ড্র হয়!’
ইন্ডিয়ান সুপার লিগের (আইসিএল) দল মুম্বাই সিটি এফসির ৬৫ শতাংশ মালিকানা রয়েছে সিটি ফুটবল গ্রুপের। একই গ্রুপের ক্লাব ম্যানচেস্টার সিটি। তাই সিটি ফুটবল গ্রুপের কাজে ভারতে যাওয়ার সুযোগ থাকছে গার্দিওয়ালার।
সূত্র : এনটিভি
এন এইচ, ১৮ অক্টোবর