শিক্ষা

সব স্কুলের শিশুরা পাবে দুপুরের খাবার

ঢাকা, ০৩ জুন – ২০১৯ সালের স্কুল মিল পলিসি অনুযায়ী প্রাথমিক বিদ্যালয়ে মিড-মে মিল বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বৃহস্পতিবার (৩ জুন) জাতীয় সংসদে বিকালে ৩টায় অধিবেশন শুরুর পর বাজেট (প্রস্তাবিত) বক্তৃতায় তিনি এ কথা জানান।

এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। জাতীয় সংসদের এই অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

অর্থমন্ত্রী জানান, এবার বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। আর প্রাথমিক শিক্ষা খাতে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে ২৬ হাজার ৩১৪ কোটি টাকা।

অর্থমন্ত্রী তার বাজেট বক্তৃতায় বলেন, ‘‘আমরা ‘স্কুল মিল পলিসি ২০১৯’র আলোকে ‘স্কুল মিল প্রকল্প’, ‘৬৪ জেলায় মৌলিক সাক্ষরতা প্রকল্প’, ‘সাপোর্ট টু কোয়ালিটি এনহান্সমেন্ট ইন প্রাইমারি এডুকেশন প্রকল্প’, ‘কোভিড-১৯ স্কুল সেক্টর রেসপন্স প্রকল্প’ বাস্তবায়ন করবো। এ ছাড়া প্রাথমিক বিদ্যালয়গুলোতে ৫০৯টি আইসিটি ল্যাব স্থাপন প্রকল্প বাস্তবায়ন আগামী অর্থবছরেও অব্যাহত রাখবো।’’

সূত্র: বাংলা ট্রিবিউন
এম ইউ/০৩ জুন ২০২১

Back to top button