বিচিত্রতা

ভূতের রাজার কাছে বর চাওয়ার সুযোগ

শুধু গুপি আর বাঘা নয়, ভূতের রাজার কাছে এবার বর চাওয়ার সুযোগ আসছে সকলের কাছে। তবে বর চাইতে হবে অন্ন, বস্ত্র, বাসস্থানের। ‘‌গুপী গাইন বাঘা বায়েন’‌ ছবির ৫০ বছর পূর্তিতে ‘‌ভূতের রাজা দিল বর’‌ ভাবনায় এবার মণ্ডপ বাঘাযতীন তরুণ সঙ্ঘে। সব মানুষের মধ্যেই সুপ্ত থাকে গুপি আর বাঘা।

অবাস্তব জেনেও অনেকেরই মনে জাগে ভূতের রাজার কাছে বর পাওয়ার ইচ্ছা। তাই উপেন্দ্রকিশোরের এই সৃষ্টিতে অন্য আঙ্গিকে এখানে উপস্থাপন করেছেন শিল্পী পার্থ ঘোষ, সিদ্ধার্থ ঘোষ।

মণ্ডপে নানা চরিত্রের ভূতেরা হাজির। গর্ভগৃহে দুর্গা হাজির অন্নপূর্ণা–‌রূপে। প্রতিমাশিল্পী নব পাল। তিন বর অবশ্য চাইতে হবে মা অন্নপূর্ণার কাছেই।

অন্ন, বস্ত্র, বাসস্থানের বর চেয়ে অনুপ ঘোষাল আর খরাজ মুখার্জির কণ্ঠে তৈরি হয়েছে অসামান্য আবহসঙ্গীতটি। দ্বিতীয় বর্ষের থিমপুজোর পাশাপাশিই ৬৯তম বর্ষের পুজো এবার ক্লাবের প্রতিষ্ঠিত দেবালয়ে।

দুর্গা সেখানে সনাতনী। দুই প্রাঙ্গণ জুড়ে প্রায় ৩,৫০০ মানুষ অঞ্জলি দেবেন বলে ক্লাব সভাপতি গৌতম ঘোষ জানিয়েছেন।‌‌‌

এম এন / ০৩ জুন

Back to top button