চট্টগ্রাম

ছয় দিনের রিমান্ডে হেফাজতের নেতা আজিজুল হক

চট্টগ্রাম, ০২ জুন– হাটহাজারীতে নাশকতা ও ভাংচুরের দুই মামলায় হেফাজতের সাবেক সাংগঠনিক সম্পাদক আজিজুল হক ইসলামাবাদীকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জিহান সানজিদার আদালত এ আদেশ দেন।

চট্টগ্রাম জেলার কোর্ট ইন্সপেক্টর হুমায়ুন কবির জানান, হাটহাজারী থানায় ও ভূমি অফিসে নাশকতা ও ভাংচুরের দুই মামলায় আসামি আজিজুল হক ইসলামাবাদীকে তিনদিন করে মোট ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। আফতাব উদ্দিন নামের আরেক হেফাজত কর্মীর তিন মামলায় আদালত তিনদিন করে মোট নয়দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। উভয়পক্ষের শুনানি শেষে এ রিমান্ড মঞ্জুর করা হয়। এছাড়া জুনায়েদ বাবুনগরীর প্রেস সচিব ইনামুল হাসান ফারুকীকে দুই মামলায় এবং নুরুল ইসলাম নামের হেফাজতের এক নেতাকে তিন মামলায় গ্রেপ্তার দেখানোর অনুমতি দিয়েছেন আদালত।

গত ২৬ মার্চ হাটহাজারী থানা ভবন, ভূমি অফিস ও ডাকবাংলোতে ভাংচুর-অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনায় সাড়ে চার হাজার জনকে আসামি করে দশটি মামলা করে পুলিশ। দশ মামলায় ৭৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

সূত্র : সমকাল
এম এন / ০২ জুন

Back to top button