কানাডা

কুয়েট এলামনাই এসোসিয়েশন কানাডার (KUETAAC) ভার্চুয়াল সভা অনুষ্ঠিত

টরন্টো, ০১ জুন – গত ৩০শে মে সকাল ১১টায় টরন্টো থেকে “কুয়েট এলামনাই এসোসিয়েশন কানাডা (KUETAAC)” এবং বাংলাদেশ থেকে “কুয়েট এলামনাই এসোসিয়েশন বাংলাদেশ(KAA)” এর মধ্যে এক জাঁকজমকপূর্ণ ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। দীর্ঘ তিন ঘন্টা ব্যাপী অনুষ্ঠিত এই ডিজিটাল সভায় বাংলাদেশ, কানাডা এবং আমেরিকা থেকে ৫০ জনেরও বেশি কুয়েট প্রকৌশলী অংশগ্রহণ করে।

KUETAAC এর সভাপতি প্রকৌশলী নওশের আলী তার সূচনা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠান শুরু করেন এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী বিপ্লব কুমার কর্মকার পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা ও পরিচালনা করেন। পরিচয় পর্ব শেষে KUETAAC এর প্রধান উপদেষ্টা প্রকৌশলী রহমাতুল্লাহ হাবিব (নান্নু) সভার লক্ষ্য ও উদ্দেশ্যে নিয়ে বক্তব্য পেশ করেন । KUETAAC এর সভাপতি প্রকৌশলী নওশের আলী KUETAAC এর ইতিহাস, ঐতিহ্য, অতীত ও বর্তমানের বিভিন্ন কার্যাবলী এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিস্তারিতভাবে তুলে ধরেন। সহসভাপতি প্রকৌশলী খালেদ চৌধুরী তথ্যবহুল এক পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে KUETAAC এর ইতিহাস, ঐতিহ্য এবং বিভিন্ন অনুষ্ঠানাদির সচিত্র প্রতিবেদন উপস্হাপন করেন।

কুয়েট এলামনি বাংলাদেশ (KAA) এর সভাপতি প্রফেসর প্রকৌশলী বাসুদেব চন্দ্র ঘোষ তার বক্তব্যে কুয়েট এলামনি বাংলাদেশের কর্যক্রম, সদস্য সংগ্রহ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিশদ বক্তব্য রাখেন। এছাড়া বাংলাদেশ থেকে সংযুক্ত KAA এর সহসভাপতি প্রকৌশলী সৈয়দ মাহাবুবুর রহমান, প্রকৌশলী পারভেজ মোহিত, প্রকৌশলী মাহমুদ হোসাইন খান চৌধুরী, PDB চেয়ারম্যান (অবসরপ্রাপ্ত) এবং KAA এর সহসভাপতি প্রকৌশলী কে. এম. হাসান, IEB এর প্রাক্তন সাধারন সম্পাদক প্রকৌশলী খানমনজুর মোর্শেদ, IEB ঢাকা চ্যাপ্টার এর সভাপতি প্রকৌশলী আবুল হোসাইন, IEB এর বর্তমান সাধারন সম্পাদক প্রকৌশলী মো: শাহাদত হোসাইন শিবলু, প্রকৌশলী আবু সাঈদ মো: কামরুজ্জামা্‌ন, এবং প্রকৌশলী ড. মো: আবু জাকির মোর্শেদ প্রমুখ কুয়েট এলামনি বাংলাদেশের কার্যক্রম এবং ভবিষৎপরিকল্পনার বিষদ ব্যাখ্যা প্রদান করেন। তারা তাদের বক্তব্যে কুয়েট এলামনাই কানাডাকে বাংলাদেশ এলামনির চ্যাপ্টার করার ব্যাপারে তাদের মতামত পেশ করেন ! বাংলাদেশ থেকে সংযুক্ত সকল বক্তাগণ কুয়েট এলামনি কানাডার দীর্ঘ ১৮ বছরের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, পেশাভিত্তিক, মানবিক এবং জাতিয় দিবস সমুহ উদযাপন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন !

আলোচনার এই পর্যায়ে KUETAAC এর প্রাক্তন সভাপতি শেখ ফারুক দুস্থ ও মানবতার সেবায় KUETAAC এর ভূমিকার কথা সংক্ষেপে বর্ণনা করেন। আরও বক্তব্য রাখেন প্রাক্তন সভাপতি প্রকৌশলী মাশুক রসূল, প্রাক্তন সাধারণ সম্পাদক প্রকৌশলী মকবুল হোসেন, , সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী আতিকুল ইসলাম, প্রকৌশলী এসএম খলিলুর রহমান, প্রফেসর প্রকৌশলী আবুল কালাম আজাদ, সহ-সভাপতি প্রকৌশলী মুতাসসিম বিল্লাহ (গোলাপ), সহ-সভাপতি প্রকৌশলী একেএম সেলিম, প্রকৌশলী মাহবুব রহমান, প্রকৌশলী তানভির, প্রকৌশলী জোনায়েদ, প্রকৌশলী মিজানুর রহমান (জানিফ), প্রকৌশলী মিজানুর রহমান, প্রকৌশলী আসিফ রিজওয়ান, প্রকৌশলী নিতাই দেবনাথ, প্রকৌশলী প্রবাল দাস, প্রকৌশলী জাকারিয়া, প্রকৌশলী মনির জামান, প্রকৌশলী মনির হোসেন, প্রকৌশলী মনিরুজ্জামান, প্রকৌশলী আব্দুর রহমান, প্রফেসর প্রকৌশলী জাহিদ হোসেন, প্রকৌশলী আমিনুর রহমান খান, প্রকৌশলী প্রদিপ সরকার, প্রকৌশলী মোঃ শহিদ ইসলাম, এবং প্রকৌশলী সেলিম হাসান প্রমুখ।

এই সভায় আরও উপস্থিত ছিলেন প্রকৌশলী নাজিম উদ্দিন, প্রকৌশলী মাহবুবুল হক, প্রকৌশলী আরিকুল ইসলাম, প্রকৌশলী ফারহানা শিরীন (লিনা), প্রকৌশলী আসিফ মঞ্জুর, প্রকৌশলী মাহবুব, প্রকৌশলী জোবায়েদ আহমেদ, প্রকৌশলী নওরিন রিজওয়ান, প্রফেসর প্রকৌশলী আখতার জামান, এবং প্রকৌশলী মাহফুজ।

বাংলাদেশে যখন ঘড়ির কাঁটা মধ্যরাত পেরিয়ে টিক টিক শব্দে এগিয়ে যাচ্ছে পরবরতি গন্তব্যে, ঠিক তখন KAA এর সভাপতি ডঃ বাসুদেব চন্দ্র এবং KUETAAC এর সভাপতি প্রকৌশলী নওশের আলী সভায় উপস্থিত সকল প্রকৌশলীদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে দীর্ঘ তিন ঘন্টার এক আনন্দঘন ও হৃদত্যাপূর্ণ আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করেন।

Back to top button