ঢালিউড

খলনায়ক মিশার নায়িকা শাহনূর

ঢাকা, ০১ জুন – ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। ইতোমধ্যে আট শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। বাংলা চলচ্চিত্রে খলনায়ক হিসেবে নিজেকে নিয়ে গেছেন এক অতুলনীয় উচ্চতায়।

চলচ্চিত্রের পর্দায় অসংখ্য নায়িকার পথের কাটা হয়েছেন মিশা। এবার তার বিপরীতে অভিনয় করছেন নব্বই দশকের চিত্রনায়িকা শাহনূর। ‘প্রেম প্রীতির বন্ধন’ সিনেমার মাধ‌্যমে জুটি বেঁধে পর্দায় হাজির হবেন তারা। সিনেমাটিতে এ জুটির একটি গানও রয়েছে বলে নির্মাতা সূত্রে জানা যায়।

গত ১৭ মে, দুপুরে বিএফডিসির ৯ নম্বর ফ্লোরে সিনেমাটির মহরত অনুষ্ঠিত হয়। এরপরই শুরু হয় শুটিং। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন ‘ঢালিউড কুইন’ খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। উপমা কথাচিত্রের ব্যানারে নির্মাণাধীন এই সিনেমার অধিকাংশ শুটিং শেষ হয়েছে। এটি পরিচালনা করছেন সোলায়মান আলী লেবু।

অপু বিশ্বাস অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘প্রিয় কমলা’। গত মাসে মুক্তি পায় এটি। অপু অভিনীত ‘ছায়াবৃক্ষ’ ও ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ’ সিনেমা দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

সূত্র : রাইজিংবিডি
এন এইচ, ০১ জুন

Back to top button