ঢালিউড

মুক্তিযুদ্ধের সিনেমায় তারিন

ঢাকা, ০১ জুন- টেলিভিশনে লম্বা সময় ধরে অভিনয় করলেও ২০১৩ সালের ‘কাজলের দিনরাত্রি’ ছাড়া কোনো ছবিতে দেখা যায়নি তারিন জাহানকে। তাও সীমিত পরিসরেই ছিল ছবিটির মুক্তি।

গত বছর কলকাতায় ‘এটা আমাদের গল্প’ নামের ছবির করলেও মুক্তি পায়নি এখনো। সম্প্রতি জানা গেল আরেকটি সুখবর।

হৃদি হক পরিচালিত সরকারি অনুদানের ছবি ‘১৯৭১ সেইসব দিন’-এ যুক্ত হয়েছেন টিভি পর্দার প্রিয় মুখ। সম্প্রতি প্রকাশ হয়েছে তারিনের লুক। একটি ছবিতে তাকে একা দেখা যায়। অন্য ছবিতে লিটু আনামসহ আছে এক শিশুশিল্পী।

ছবিটির তৃতীয় লটের শুটিং শেষ হয়েছে সম্প্রতি। সেখানে সহশিল্পী হিসেবে দেশের নামকরা অভিনয়শিল্পীদের পেয়েছেন তারিন।

‘১৯৭১ সেইসব দিন’ চলচ্চিত্রটি একটি পরিবারের গল্প থাকছে সিনেমায়। যেখানে তিন ভাইসহ পরিবারের অন্য সদস্যদের যুদ্ধদিনের নানা বিষয় উঠে আসবে।’

এ সিনেমায় আরও অভিনয় করছেন মামুনুর রশীদ, ফেরদৌস আহমেদ, আতাউর রহমান, জয়ন্ত চট্টোপাধ্যায়, গীতশ্রী দত্ত, শিল্পী সরকার অপু, সাজু খাদেম, সানজিদা প্রীতি, সজল, আনিসুর রহমান মিলন, অর্ষা, মৌসুমী হামিদ প্রমুখ।

ছবিটির সংলাপ, চিত্রনাট্য লিখেছেন নির্মাতা নিজেই। মূল গল্প ভাবনায় ড.ইনামুল হক।

জানা গেছে, দুই ধাপে শেষ হবে ‘১৯৭১ সেইসব দিন’। এরপরই আসবে মুক্তির ঘোষণা।
তথ্যসূত্র:দেশ রূপান্তর
এস সি/০১,জুন

 

Back to top button