পরিবেশ

দূষণ কমছে না ঢাকার বাতাসে

ঢাকা, ১৮ অক্টোবর- এই মহামারীর দিনগুলোতে যানবাহনের চলাচল যখন একটু কম, তখনো ঢাকার বাতাসের উন্নতি নেই। বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় এখনো সেই শুরুর দিকে রয়েছে শহরটি।

রবিবার সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ‘সবচেয়ে খারাপ’ অবস্থানে ছিল বাংলাদেশের রাজধানী।

সকাল ১০টা ২৪ মিনিটে জনবহুল এ শহরের স্কোর ছিল ১৮৮। যা বাতাসের মানকে ‘অস্বাস্থ্যকর’ বলে নির্দেশ করে।

একিউআই মান ১৫১ থেকে ২০০ এর মধ্যে থাকা মানে প্রত্যেকের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে। আর গুরুতর অসুস্থ বা বয়স্কদের স্বাস্থ্যের ওপর প্রভাব পড়তে পারে মারাত্মক।

পাকিস্তানের লাহোর ও ভারতের দিল্লির স্কোর যথাক্রমে ১৭৮ ও ১৭৬।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের জন্য কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে তা জানায়।

আরও পড়ুন:  সেন্টমার্টিন দ্বীপের জীববৈচিত্র্য সংরক্ষণে এগিয়ে আসার আহ্বান

বাতাসের দূষণজনিত রোগে শহরগুলোতে সারা বছরে ১ হাজার ২০০ থেকে ৩ হাজার ৫০০ মানুষ মারা যায়। মহামারীর চেয়েও এই দূষণকে বিপজ্জনক বলা হয়।

ঢাকা মহানগরীর ফার্মগেট এলাকার বাতাস সবচেয়ে দূষিত। এই এলাকার বাতাসে ক্ষতিকর গ্যাস আর ধূলিকণার মাত্রা সবচেয়ে বেশি।

সূত্র: দেশ রুপান্তর

আর/০৮:১৪/১৮ অক্টোবর

Back to top button