ঢালিউড

টার্গেট পূরণে ঘাম ঝরাচ্ছেন মিম (ভিডিও)

ঢাকা, ২৯ মে – করোনা সংকটের কারণে সিনেমার শুটিং করছেন চিত্রনায়িকা বিদ‌্যা সিনহা মিম। তবে নিজেকে ফিট রাখতে ঘাম ঝরাচ্ছেন এই অভিনেত্রী। সোশ‌্যাল মিডিয়ায় শোভা পাচ্ছে জিমের ছবি ও ভিডিও। বৃহস্পতিবার (২৭ মে) নিজের শরীরচর্চার কয়েকটি ছবি আপলোড দিয়ে ক্যাপশনে তিনি লিখেছেন—‘শুভ সকাল, জেগে উঠুন, ব্যায়াম করুন এবং খুশি থাকুন।’

করোনার কারণে দীর্ঘদিন ঘরবন্দি সময় কাটিয়েছেন মিম। এ সময়ে কিছুটা মোটা হয়ে গিয়েছিলেন। এ বিষয়ে মিম বলেন—‘মাঝে একটু মোটা হয়ে গিয়েছিলাম। এখন ফিট থাকার একটা টার্গেট করেছি। একটা লিন বডি (মেদহীন) বানাব, যেটা আগে হয়নি। প্রতিদিন প্রায় ২ ঘণ্টার মতো সময় ব‌্যয় করছি।’

মিমের হাতে বেশ কিছু সিনেমার কাজ রয়েছে। করোনার কারণে সেসব সিনেমার বাকি অংশের শুটিং শেষ করা সম্ভব হচ্ছে না। তবে সম্প্রতি একটি মুঠোফোন কোম্পানির শুভেচ্ছা দূত নির্বাচিত হয়েছে। তা ছাড়া কয়েক দিন পর থেকে বিভিন্ন ব্র্যান্ডের প্রচারের কাজ শুরু করবেন বলে জানিয়েছেন এই অভিনেত্রী।

বিদ্যা সিনহা মিম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘সাপলুডু’। এতে তার বিপরীতে অভিনয় করেনআরিফিন শুভ। তার অভিনীত ‘পরাণ’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে।

 

View this post on Instagram

 

A post shared by Bidya Sinha Saha MiM (@bidya_mim)

এন এইচ, ২৯ মে

Back to top button