আফ্রিকা

নাইজেরিয়ায় নৌকাডুবে ১৫০ যাত্রী নিখোঁজ

আবুজা, ২৭ মে – নাইজেরিয়ার উত্তর-পশ্চিমে নাইজার নদীতে অতিরিক্ত যাত্রীবোঝাই একটি নৌকাডুবে দেড় শতাধিক যাত্রী নিখোঁজ হয়েছেন।

স্থানীয় সময় বুধবার এ দুর্ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে, নিখোঁজ যাত্রীরা সবাই মারা গেছেন।

স্থানীয় কর্মকর্তারা বলেন, একটি নৌকা অতিরিক্ত যাত্রী নিয়ে স্থানীয় বাজারে যাওযার পথে ডুবে যায়। নৌকায় মোট ১৮০ জন যাত্রী ছিলেন।

নিখোঁজদের মধ্যে ২০ জনকে উদ্ধার করা হয়েছে। চারজনের মরদেহ উদ্ধার হয়েছে এখন পর্যন্ত। বাকি ১৫৬ জন এখনো নিখোঁজ।

নাইজেরিয়ায় প্রায় নৌকাডুবির দুর্ঘটনা ঘটে থাকে। অতিরিক্ত যাত্রী বোঝাই করা, খারাপ আবহাওয়া, অনিয়মের কারণেই মূলত এসব দুর্ঘটনা ঘটে।

তবে বুধবার যে দুর্ঘটনা ঘটেছে সেটিতে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় জেলা প্রশাসক আবদুল্লাহি বুহারি ওয়ারা বলেন, অতিরিক্তি যাত্রীর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। নৌকাটির ধারণক্ষমতা ছিল মাত্র ৮০ জনের।

এর আগে এ মাসে শুরুতে নাইজার রাজ্যে নৌকাডুবে ৩০ জন নিহত হন।

সূত্র : সমকাল
এন এইচ, ২৭ মে

Back to top button