ঢালিউড

নায়িকা হিসেবে দর্শকদের মন জয় নিয়ে ভীত দীঘি

ঢাকা, ১৮ অক্টোবর- মুঠোফোনের বিজ্ঞাপন দিয়ে শিশুশিল্পী হিসেবে শোবিজ অঙ্গনে পথচলা শুরু করেন প্রার্থনা ফারদিন দীঘি। এরপর অভিনয় করেছেন ‘চাচ্চু’, ‘দাদী মা’, ‘পাঁচ টাকার প্রেম’সহ অসংখ্য হিট ছবিতে। ছোট্ট সেই দীঘি এবার নায়িকা হয়ে আসছেন দর্শকদের সামনে। এরই মধ্যে শেষ করেছেন শামীম আহমেদ রনির ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ ছবির কাজ। এতে তার বিপরীতে আছেন চিত্রনায়ক শান্ত খান।

দীঘির ভাষ্য, ‘ভাবতে অবাক লাগছে পুরো একটা ছবির শুটিং শেষ করে ফেললাম। টিমের সবাই খুব আন্তরিক। তাই সুন্দরভাবেই কাজটি শেষ করতে পেরেছি। গত মাসের ২৪ তারিখ আমরা এর শুটিং শেষ করেছি। নির্মাতা শামীম আহমেদ রনি দুর্দান্ত নির্দেশনা দিয়েছেন। সব মিলিয়ে কাজে ফেরার অভিজ্ঞতাটা দারুণ ছিল।’

তিনি আরও বলেন, ‘শুটিং তো শেষ করলাম। এখন ডাবিং বাকি। খুব ভয় হচ্ছে, নায়িকা হিসেবে দর্শকদের মন কতটুকু জয় করতে পারি এই ভেবে। ছবিতে আমি আমার সেরাটুকু দেওয়ার চেষ্টা করেছি। তারপরও মনের মধ্যে একটা অজানা ভয় কাজ করছে।’

এদিকে, সম্প্রতি নতুন আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন দীঘি। ছবির নাম ‘তুমি আছো তুমি নেই’। এটি নির্মাণ করবেন সিনি ইসলাম। আগামী মাসের মাঝামাঝিতে এর শুটিং শুরু হবে।

দীঘি বলেন, ‘আপাতত বিশ্রামে আছি। কয়েক দিনের মধ্যে আবার ছবির শুটিং নিয়ে ব্যস্ত হয়ে পড়বো। এর মধ্যে “তুমি আছো তুমি নেই” ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছি। এতে আমার বিপরীতে অভিনয় করবেন বাপ্পী চৌধুরী। তাছাড়াও আরও কিছু ছবির বিষয়ে কথা চলছে। চূড়ান্ত হলে সবাইকে বলবো।’

আরও পড়ুন: বাম জোটের নতুন সমন্বয়ক কাফি রতন

এর পাশাপাশি শাপলা মিডিয়ার আরও কয়েকটি ছবির নায়িকা হিসেবে অভিনয় করবেন দীঘি। ছবিগুলো নির্মাণ করবেন গুণী নির্মাতা কাজী হায়াৎ, মালেক আফসারী, এফ আই মানিক, শাহ আলম কিরণ, অপূর্ব রানা। খুব শিগগিরই এগুলোর শুটিং শুরু হবে বলে জানিয়েছেন তিনি।

আডি/ ১৮ অক্টোবর

Back to top button