আসাম

‘বরাকের ভাষা আন্দোলন’-এর ওপর পিএইচডি করলেন আনোয়ারা

শিলচর, ২৩ মে – বরাকের ভাষা আন্দোলন বিষয়ে পি এইচ ডি ডিগ্রি প্রদান করে সম্প্রীতির অনন‍্য নজির গড়ল গৌহাটী বিশ্ববিদ‍্যালয়। এই বিশ্ববিদ্যালয়ের নারীবিদ‍্যা চর্চা বিভাগের অধীনে হাইলাকান্দি জেলার সৈদবন্দ দ্বিতীয় খন্ড গ্রামের আনোয়ারা বেগম মজুমদার দীর্ঘ সাতবছর ধরে গবেষণা করে সম্প্রতি পি এইচ ডি ডিগ্রি লাভ করেন।

তার গবেষণার বিষয় ছিল Women’s Participation In The Language Movements Of The Barak Valley 1961 -72 অর্থাৎ ১৯৬১ -৭২ সালে বরাক উপত‍্যকর ভাষা আন্দোলনগুলোতে মহিলাদের অংশগহন।

ইংরাজিতে দাখিল করা এই গবেষণার গাইড ছিলেন অধ‍্যাপিকা শীলা বরা। তার গবেষণাকর্মে গাইড ছাড়াও সাহায্য করেছেন, কলকাতার ডঃ সুকুমার বিশ্বাস,অধ‍্যাপক নিশীথ রঞ্জন দাস ও লেখক ইমাদ উদ্দিন বুলবুল।

আনোয়ারা বেগম মজুমদার ইতিপূর্বে কেন্দ্রীয় সরকারের বৃত্তি নিয়ে চেন্নাইয়ের রাজীব গান্ধি ন‍্যাশনাল ইনস্টিটিউট অব ইয়থ ডেভেলাপমেন্ট থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেন। বর্তমানে তিনি শিক্ষকতায় নিযুক্ত আছেন।পিএইচডি ডিগ্রি নেওয়ায় ইতিমধ্যে আনোয়ারাকে অভিনন্দন জানিয়েছেন বরাকের বিদ্বজ্জনেরা।

এন এইচ, ২৩ মে

Back to top button