করোনা রোগী শনাক্তে আবারও বিশ্ব রেকর্ড
করোনা রোগী শনাক্তের সংখ্যা কিছুতেই কমছে না। ১৬ অক্টোবরের পর গত ২৪ ঘণ্টায়ও বিশ্বে রেকর্ড সংখ্যক মানুষ নতুন এই রোগে পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী, শনিবার ৩ লাখ ৯২ হাজার ৪৭১ জন রোগী শনাক্ত হয়েছেন।
আন্তর্জাতিক জরিপকারী প্রতিষ্ঠান ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রবিবার সকাল সাড়ে আটটা পর্যন্ত গোটা পৃথিবীতে ৩ কোটি ৯৯ লাখ ৫৬ হাজার ৩২৫ জন শনাক্ত হয়েছেন।
রোগটি থেকে সুস্থ হয়েছেন ২ কোটি ৯৮ লাখ ৮৪ হাজার ৭৮৭ জন। মারা গেছেন ১১ লাখ ১৪ হাজার ৬১১ জন।
আক্রান্ত এবং মৃতের তালিকায় শীর্ষে থাকা যুক্তরাষ্ট্রে ৮৩ লাখ ৪২ হাজার ৬৫৬ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। মারা গেছেন ২ লাখ ২৪ হাজার ২৮২ জন। সুস্থ ৫৪ লাখ ৩২ হাজার ১৯২ জন।
আরও পড়ুন- আফ্রিকার ৬০০০ বছরের প্রাচীন বৃক্ষটি
ভারতে ১ লাখ ১৪ হাজার ৬৪ জনের প্রাণ গেছে নতুন এই রোগটিতে। পৃথিবীর অন্যতম ঘনবসতির এই দেশে মোট ৭৪ লাখ ৯২ হাজার ৭২৭ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৬৫ লাখ ৯৪ হাজার ৩৯৯ জন।
ব্রাজিলে এখন পর্যন্ত ১ লাখ ৫৩ হাজার ৬৯০ জনের প্রাণ গেছে নতুন রোগে। লাতিন আমেরিকার সবচেয়ে বড় দেশটিতে মোট ৫২ লাখ ২৪ হাজার ৩৬২ জন পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪৬ লাখ ৩৫ হাজার ৩১৫ জন।
সূত্র: দেশ রূপান্তর
আডি/ ১৮ অক্টোবর