চাঁদা না পেয়ে দোকানিকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ৭
চট্টগ্রাম, ১৮ অক্টোবর- চট্টগ্রামে মাত্র এক হাজার টাকা চাঁদা চেয়ে না পেয়ে এক দোকানিকে মারধরের পর কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে নগরীর বাকলিয়ার ফিশারিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় এক নারীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে।
নিহত আবু তৈয়ব কর্ণফুলী থানার শিকলবাহার মাস্টার হাট এলাকার বাসিন্দা। তিনি ফিশারিঘাট এলাকার আকতার কলোনিতে পরিবার নিয়ে থাকতেন।
গ্রেপ্তাররা হলো- আকতার হোসেন ওরফে কসাই আকতার, মো. সাইফুদ্দিন, রায়হান উদ্দিন ওরফে রানা, আশরাফুল ইসলাম, মো. সবুজ, আবু তাহের ওরফে কালু ও হাসিনা।
বাকলিয়া থানার ওসি মো. নেজাম উদ্দিন জানান, আবু তৈয়ব ফিশারিঘাটে নৌকায় শ্রমিক সরবরাহ করতেন। পাশাপাশি চায়ের দোকান ছিল তার। আর এই দোকান চালানোর জন্য এক হাজার টাকা চাঁদা দাবি করে আসামিরা। দিতে অস্বীকৃতি জানানোয় তাকে মারধরের পর হত্যা করা হয়। পুলিশকে বিভ্রান্ত করতে কলোনির বাসিন্দা হাসিনাকে মারধর করায় তৈয়বকে গণপিটুনি দেওয়া হয়েছে বলে প্রচার চালায়। পরে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
আরও পড়ুন: চট্টগ্রামে ছাত্রলীগের দু`পক্ষের সংঘর্ষ, আহত ৮
নেজাম উদ্দিন আরও বলেন, এ ঘটনায় মো. মুন্না, মো. কবিরসহ আরও ১০-১২ জন জড়িত ছিল। তাদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।
সূত্র : সমকাল
এম এন / ১৮ অক্টোবর