গবেষণা

শরীরে অ্যান্টিবডি রয়েছে তবুও কি টিকা নিতে হবে?

মহামারি করোনায় আক্রান্ত হয়ে সেরে উঠলেই শরীরে অ্যান্টিবডি তৈরি হয়। আবার টিকা থেকেও পাওয়া যায় অ্যান্টিবডি।

এই দু’ভাবে অ্যান্টিবডিই শরীরে করোনা রোগের বিরুদ্ধে লড়াই করার শক্তি দেয়।

অ্যান্টিবডি হচ্ছে এক বিশেষ ধরনের প্রোটিনের কোষ, যা সংক্রমণকারী জীবাণুটিকে প্রতিহত করতে পারে। শুধু তাই নয়, নির্দিষ্ট সময় পর্যন্ত এই বিশেষ প্রোটিন কোষে ধরাও থাকে জীবাণুটির বৈশিষ্ট্যের স্মৃতি। ফলে সেই সময়ের মধ্যে জীবাণুটি ফের আক্রমণ করলে অ্যান্টিবডি তাকে আবারও প্রতিহত করতে পারে।

অ্যান্টিবডিই শরীরে করোনার রোগ প্রতিরোধ শক্তি বাড়িয়ে তোলে। অনেকেই জানতে চান, করোনায় আক্রান্ত হয়ে যারা সেরে উঠছেন, তাদের শরীরে অ্যান্টিবডি তৈরি তো হয়েছেই। এরপরও কি টিকা বা ভ্যাকসিন নিতে হবে?

বিশেষজ্ঞরা বলেন, করোনার মতো রোগকে আটকানোর একটাই রাস্তা— টিকা নেওয়া। যাদের সংক্রমণের ফলে শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে, তারা যদি পরে টিকা নেন তবেই করোনার ঝুঁকি প্রায় পুরোটাই কমিয়ে আনা সম্ভব।

এম এন / ১৮ মে

Back to top button