জাতীয়

বন্ধ হচ্ছে না ইন্টারনেট-ক্যাবল টিভি

ঢাকা, ১৭ অক্টোবর- ইন্টারনেট ও ডিশ সেবা বন্ধের রোববারের কর্মসূচি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইন্টারনেট ও ক্যাবল টিভি সেবাদাতাদের সংগঠন। তবে কর্মসূচি কতদিনের জন্য স্থগিত করা হয়েছে সে ব্যাপারে এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।

শনিবার সন্ধ্যায় ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বারের সঙ্গে জরুরি বৈঠক শেষে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) এবং ক্যাবল অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (সিওএবি) নেতৃবৃন্দ কর্মসূচি স্থগিত করার ঘোষণা দেন।

আরও পড়ুন: ঢাকা-৫ উপনির্বাচনে বিপুল ভোটে আ’লীগ প্রার্থী জয়ী

এসময় ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও কেবল টিভি অপারেটরদের ধমর্ঘটে না যাওয়ার আহ্বান জানিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ঝুলন্ত তার অপসারণ সমস্যার যৌক্তিক সমাধানে সাতদিন সময় চেয়েছেন।

সূত্র : বাংলাদেশ জার্নাল
এন এইচ, ১৭ অক্টোবর

Back to top button